ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধির জন্য মশা নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসনের ব্যর্থতাকে দায়ী করছেন স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ডেঙ্গু রোগীদের চিকিৎসা দেওয়ার জন্য আমরা আমাদের সামর্থ্যের মধ্যে সবকিছু করছি। তবে, মশা নিয়ন্ত্রণের দায়িত্ব স্থানীয় সরকার ও সিটি কর্পোরেশনের ওপর বর্তায়। তারা যদি কার্যকরভাবে মশা নিয়ন্ত্রণে তাদের দায়িত্ব পালন করে তাহলে আমরা ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমাতে পারব।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ডেঙ্গু রোগী কমানোটা হলো সবচেয়ে বড় বিষয় এবং ডেঙ্গু কমতে হলে মশা কমতে হবে। মশার কামড় যদি না কমে ডেঙ্গু রোগী কমবে না। মশা কমানো যাদের দায়িত্ব তারা সেই দায়িত্বটা ভালো করে পালন করা প্রয়োজন।
তিনি বলেন, সারা বাংলাদেশে এখন ডেঙ্গু ছড়িয়ে গেছে, ৬৪ জেলাতে প্রত্যেকদিন তিন হাজার রোগী কেন বাড়ছে? কাজেই যেখানে মূল প্রবলেম সেখানে আমাদেরকে হাত দিতে হবে। যেখান থেকে এডিস মশার উৎপাদন হচ্ছে সেই জায়গাগুলো ঠিক করতে হবে। নিয়মিত স্প্রে করতে হবে।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, যার যেখানে দায়িত্ব থাকে সেখানে পালন করতে হবে। ওই (মশা মারার) দায়িত্ব তো আমরা দেখি না, আমাদের দায়িত্ব হাসপাতালের চিকিৎসা দেওয়া। সেই চিকিৎসা আমরা সঠিকভাবে দিচ্ছি এবং হাসপাতালের ভেতরে কোনো রকমের অভাব নেই।
তিনি আরো বলেন, স্যালাইনেরও কোনো অভাব নাই। বাইরের হাসপাতালে সেলাইন একটু ঘাটতি ছিল, ফলে আমরা আমদানির অনুমতি দিয়েছি।