বাংলাদেশের অবাধ ও সুষ্ঠু নির্বাচনে আবারও জোর যুক্তরাষ্ট্রের
মার্কিন পররাষ্ট্র দপ্তরের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়া এবং বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের মধ্যে অনুষ্ঠিত সাম্প্রতিক বৈঠকে যুক্তরাষ্ট্র আবারও বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের কথা পুনর্ব্যক্ত করেছে।
নিউইয়র্কে স্থানীয় সময় সোমবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে তাদের মধ্যে এ নিয়ে আলোচনা হয়।
আলোচনা বৈঠকের পর উজরা জেয়া তার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স'র অ্যাকাউন্টে (সাবেক টুইটার) আলোচনার বিষয়বস্তু তুলে ধরেন।
উজরা জেয়া তার পোস্টে রোহিঙ্গা জনগোষ্ঠী এবং বাংলাদেশে তাদের সহায়তাকারী স্থানীয় জনগোষ্ঠীর জন্য মানবিক সহায়তা অব্যাহত থাকবে বলে জানান।
তিনি লেখেন, "জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনের ফাঁকে বাংলাদেশের পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং মতপ্রকাশের স্বাধীনতার গুরুত্ব নিয়ে পুনরায় আলোচনার জন্য তার প্রতি কৃতজ্ঞতা।"
এর আগে জুলাই মাসে চার দিনের সরকারি সফরে বাংলাদেশে এসেছিলেন মার্কিন আন্ডার সেক্রেটারি।
সফরকালে আন্ডার সেক্রেটারি জেয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আইনমন্ত্রী আনিসুল হক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং বাংলাদেশ সরকারের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।
এসব বৈঠকে উজরা জেয়া বাংলাদেশের অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্য অর্জনে একসঙ্গে কাজ করার গুরুত্বের ওপর জোর দেওয়ার পাশাপাশি নাগরিক সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা, মানবাধিকার রক্ষাকর্মী, সাংবাদিক ও শ্রমিক আন্দোলন কর্মীদের নিরাপত্তার গুরুত্ব; মানবাধিকার লঙ্ঘনের জন্য জবাবদিহিতা থাকা; এবং রোহিঙ্গা শরণার্থীদের জন্য সমর্থন অব্যাহত রাখার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।