বিপিএল প্লেয়ার্স ড্রাফট: বরিশালে তামিমের সঙ্গী মুশফিক, মাহমুদউল্লাহ, সৌম্য
চলছে বিশ্বকাপের ডামাডোল। আর কদিন পরই ভারতে পর্দা উঠবে বাংলাদেশের প্রিয় ফরম্যাট ওয়ানডে বিশ্বকাপের। এর মাঝেই শুরু হয়ে গেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) কার্যক্রম। আগামী বছরের শুরুতে মাঠে গড়াতে যাওয়া ঘরোয়া টি-টোয়েন্টি এই আসরের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হচ্ছে আজ। ঢাকার একটি হোটেলে চলমান এই ড্রাফটে চমক দেখিয়ে যাচ্ছে ফরচুন বরিশাল।
সাকিব আল হাসান ঠিকানা বদলানোর পর বরিশাল তাদের নতুন অধিনায়ক হিসেবে বেছে নেয় তামিম ইকবালকে। সরাসরি চুক্তির মাধ্যমে অভিজ্ঞ এই ওপেনারকে দলে নেওয়ার ঘোষণা বেশ আগেই দেয় ফ্র্যাঞ্চাইজিটি। এবার প্লেয়ার্স ড্রাফটে থেকে তারা দলে ভেড়ালো মুশফিকুর রহিম ও সৌম্য সরকারকে।
বাংলাদেশের সাবেক ওয়ানডে অধিনায়ক তামিমকে সরাসরি চুক্তিতে নেওয়ার পাশাপাশি মাহমুদউল্লাহ রিয়াদকে রিটেইন করে বরিশাল। আজ প্লেয়ার্স ড্রাফট থেকে প্রথম ডাকেই 'এ' ক্যাটাগরি থেকে ৮০ লাখ টাকায় মুশফিককে দলে ভেড়ায় তারা। আগের আসরে মাশরাফির বিন মুর্তজার দল সিলেট স্ট্রাইকার্সে খেলেছেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান। এরপর সৌম্যকেও দলে নেয় বরিশাল, 'ডি' ক্যাটাগরি থেকে ২০ লাখ টাকায় বাঁহাতি এই ব্যাটসম্যানকে কেনে তারা।
মাহমুদউল্লাহ ছাড়াও অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ ও পেসার খালেদ আহমেদকে রিটেইন করেছিল বরিশাল। বিদেশিদের মধ্যে ইব্রাহিম জাদরানকে দলে রেখে দেয় তারা। এ ছাড়া বিদেশি ক্যাটাগরি থেকে শোয়েব মালিক, ফখর জামান, পল স্ট্রার্লিং, মোহাম্মদ আমির, ভেল্লালাগে দুনিথ ও আব্বাস আফ্রিদিকে সরাসরি চুক্তিতে আগেই দলে ভিড়িয়েছে বরিশাল।
ফরচুন বরিশাল: তামিম ইকবাল (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, খালেদ আহমেদ, ইব্রাহিম জাদরান, শোয়েব মালিক, পল স্ট্রার্লিং, ফখর জামান, মোহাম্মদ আমির, আব্বাস আফ্রিদি, মুশফিকুর রহিম, রাকিবুল হাসান জুনিয়র, মোহাম্মদ সাইফউদ্দিন, দুনিথ ভেল্লালাগে, সৌম্য সরকার, ইয়ানিক কারিয়া, কামরুল ইসলাম রাব্বি ও প্রিতম কুমার।