মুমিনুল, সাব্বিরসহ বিপিএলে দল পাননি যারা
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগামী আসরের জন্য দল গুছিয়ে নিয়েছে সাত ফ্র্যাঞ্চাইজি। এবারও শক্তিশালী দল গড়েছে ঘরোয়া টি-টোয়েন্টি আসরটির বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। শক্তির বিচারে তাদেরকেই সবচেয়ে এগিয়ে রাখতে হবে। ভারসাম্যপূর্ণ দল গড়েছে ফরচুন বরিশাল, রংপুর রাইডার্স ও খুলনা টাইগার্স। সিলেট স্ট্রাইকার্স, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও দুরন্ত ঢাকাও চেষ্টা করেছে শিরোপা জেতার মতো দল গড়ার।
আগে থেকেই দল গোছানো শুরু করা ফ্র্যাঞ্চাইজিগুলো রিটেইন ও সরাসরি চুক্তির মাধ্যমে বেশ কয়েকজন করে ক্রিকেটার দলে ভেড়ায়। আজ রোববার ঢাকার একটি হোটেলে প্লেয়ার্স ড্রাফট থেকে বাকি ক্রিকেটার নিয়ে দল গোছানোর কাজ শেষ করেছে বিপিএলের দলগুলো।
ড্রাফটে নাম দেওয়া অনেক দেশি ক্রিকেটারই দল পেয়েছেন, আবার অনেকে অবিক্রিত থেকে গেছেন। এদের মধ্যে অন্যতম সাব্বির রহমান। অথচ বাংলাদেশের এই ক্রিকেটারকে নিয়ে আগে কাড়াকাড়ি হতো বিপিএলের দলগুলোর মাঝে। কিন্তু ক্রমেই নিজেকে হারিয়ে বসা সাব্বির জাতীয় দল থেকে ছিটকে গেছেন, এবার বিপিএলেও দল পেলেন না।
দল পাননি বাংলাদেশের সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল হক। ড্রাফটে নাম থাকলেও তাকে নিয়ে কেউ আগ্রহ দেখায়নি। একইভাবে অবিক্রিত থেকে গেছেন বাংলাদেশের আরেক সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। ৩৯ বছর বয়সেও খেলা চালিয়ে যাওয়া অলোক কাপালিও দল পাননি। তাদের সমসাময়িক অলরাউন্ডার ফরহাদ রেজাকে নিয়েও কোনো দল আগ্রহ দেখায়নি।
গত বিপিএলে দারুণ পারফরম্যান্স করে হইচই ফেলে দেন মুনিম শাহরিয়ার। ব্যাট হাতে আলো ছড়িয়ে কয়েক মাস পরই জাতীয় দলে জায়গা করে নেন এই ওপেনার, খেলেন ৫টি টি-টোয়েন্টি। এবারের বিপিএলে দল পাননি তিনি। টেস্ট দলে এক সময়কার নিয়মিত সদস্য ডানহাতি পেসার আবু জায়েদ রাহিকেও দলে ভেড়ায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। এ ছাড়াও উল্লেখযোগ্য আরও অনেক ক্রিকেটারই বিপিএলে দল পাননি।
দল পাননি যারা: মুক্তার আলী, সোহাগ গাজী, এনামুল হক জুনিয়র, জুনায়েদ সিদ্দিকী, জহুরুল ইসলাম অমি, শফিউল ইসলাম, মেহেদী হাসান রানা, শামসুর রহমান শুভ, সানজামুল হক, সাদমান ইসলাম অনিক, আমিনুল ইসলাম বিপ্লব, জুবায়ের হোসেন লিখন, মার্শাল আইয়ুব, নাদিফ চৌধুরী, নাঈম ইসলাম, আনিসুল ইসলাম ইমন, কাজী অনিক, আব্দুল মজিদ, মিজানুর রহমান, ইলিয়াস সানি, আল আমিন জুনিয়র, পিনাক ঘোষ, সঞ্জিত সাহা, নাবিল সামাদ, রুয়েল মিয়া।