টাইমস হায়ার এডুকেশন র্যাঙ্কিং: সেরা ৮০০-র তালিকায় নেই বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়
২০২৪ সালের বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং প্রকাশ করেছে টাইমস হায়ার এডুকেশন। বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের এ তালিকায় প্রথম ৫০০টির তালিকায় নেই বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়।
টাইমস হায়ার এডুকেশনের বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর র্যাঙ্কিংয়ে প্রথম স্থান অধিকার করেছে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। দ্বিতীয় স্থানে আছে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় এবং তৃতীয় স্থানে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অভ টেকনোলজি (এমআইটি)।
মর্যাদাপূর্ণ এ র্যাঙ্কিংয়ে ৮০১ থেকে ১০০০ ব্র্যাকেটের মধ্যে আছে দেশের ৪টি বিশ্ববিদ্যালয়—ব্র্যাক ইউনিভার্সিটি, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও নর্থ সাউথ ইউনিভার্সিটি। গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয় ও নর্থ সাউথ ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ে ৬০১ থেকে ৮০০ ব্র্যাকেটের মধ্যে ছিল। অর্থাৎ এবার বিশ্ববিদ্যালয় দুটির অবস্থানের অবনতি হয়েছে।
এছাড়া র্যাঙ্কিংয়ে ১০০১ থেকে ১২০০ ব্র্যাকেটের মধ্যে স্থান পেয়েছে দেশের আরও তিনটি বিশ্ববিদ্যালয়—বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও রাজশাহী বিশ্ববিদ্যালয়।
বিশ্বের ১০৮টি দেশের ১ হাজার ৯০৪টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশনের এই র্যাঙ্কিংয়ে।
র্যাঙ্কিংয়ে ৭৬৯টি বিশ্ববিদ্যালয়কে 'রিপোর্টার' তালিকাভুক্ত করা হয়েছে। অর্থাৎ এই বিশ্ববিদ্যালয়গুলো টাইমস হায়ার এডুকেশনকে তথ্য সরবরাহ করলেও, র্যাঙ্কিংয়ের মানদণ্ডগুলো পূর্ণ করতে পারেনি।
এই র্যাঙ্কিং প্রস্তুত করা হয়েছে শিক্ষাদান, গবেষণার পরিবেশ, গবেষণার মান, শিল্প ও আন্তর্জাতিক আউটলুক—এই সূচকগুলোর ওপর ভিত্তি করে।
দক্ষিণ এশিয়া থেকে ভারতের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্সের অবস্থান তালিকার ২০১-২৫০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্থান পেয়েছে। ভারতের সেরা অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে আছে জামিয়া মিলিয়া ইসলামিয়া, মহাত্মা গান্ধী ইউনিভার্সিটি, আলাগাপ্পা ইউনিভার্সিটি, আলীগড় মুসলিম ইউনিভার্সিটি, বেনারস হিন্দু ইউনিভার্সিটি, ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি।
র্যাঙ্কিংয়ে দক্ষিণ এশিয়ার আরেক দেশ পাকিস্তানের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে আছে কায়েদ এ আজম ইউনিভার্সিটি, আবদুল ওয়ালী খান ইউনিভার্সিটি, এয়ার ইউনিভার্সিটি।