নিজ কক্ষ থেকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
আরিফ মিয়া নামের ওই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষে (২০২০-২১ সেশন) অধ্যয়নরত ছিলেন।
কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার বাসিন্দা ছিলেন তিনি।
বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকালে তার মরদেহ উদ্ধার করা হয় বলে জানান প্রক্টর অধ্যাপক কামরুজ্জামান চৌধুরী।
ক্যাম্পাস সুত্রে জানা যায়, আরিফ মিয়া বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে অবস্থিত এল সেইফ নামের একটি বাসায় থাকতেন। ঘরের ভেতর ভোর ৪টার দিকে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান ওই বাসার অন্য বাসিন্দা।
প্রক্টর অধ্যাপক কামরুজ্জামান চৌধুরী বলেন, "কী কারণে সে আত্মহত্যা করেছে এখনো জানা যায়নি। তবে বিভাগের শিক্ষকদের কাছে শুনেছি তার একটু মানসিক সমস্যা ছিল, এর আগেও একবার এমন ঘটনা করতে চেয়েছিল। আমরা পরিবারের সাথে কথা বলেছি, তারা সিলেট অভিমুখে রওনা দিয়েছেন।"
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে জানিয়ে সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ বলেন, "আরিফ আত্মহত্যা করেছেন বলে ধারণা করছি। তদন্তে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।"
এর আগে দিবাগত রাত ১টার (আনুমানিক) দিকে আরিফ তার ফেসবুক প্রোফাইলে একটি পোস্টে দেন। যা থেকে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন।