শিকাগোতে ভবনের গায়ে ধাক্কা খেয়ে একদিনেই কমপক্ষে ১ হাজার পাখির মৃত্যু
যুক্তরাষ্ট্রের শিকাগোর একটি ভবনের গায়ে ধাক্কা খেয়ে বৃহস্পতিবার (৫ অক্টোবর) কমপক্ষে এক হাজার পরিযায়ী পাখি মারা গিয়েছে। খবর দ্য গার্ডিয়ান-এর।
উত্তর আমেরকিরা সর্ববৃহৎ কনভেনশন সেন্টার ম্যাককরমিক প্লেস-এর আশপাশ থেকে স্বেচ্ছাসেবীরা এখনো পাখিগুলোর মৃতদেহ উদ্ধার করছেন। এ ভবনটির বড় অংশই আয়নায় মোড়া।
বুধবার বিকেল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত শিকাগোর মেট্রোপলিটন এলাকার অবস্থান কুক কাউন্টির আকাশে প্রায় ১৫ লাখ পাখি উড়ছিল বলে অনুমান করা হয়।
ভবনের গায়ে ধাক্কা খেয়ে নিহত পাখিগুলোর মধ্যে রয়েছে টেনেসি ওয়ার্বলার, হারমিট থ্রাশ, আমেরিকান উডককসহ অন্যান্য প্রজাতির পাখি।
'ভবনের গায়ে ধাক্কা খাওয়ার পর যে সব পাখির মৃতদেহ পাওয়া যাবে, তা কিন্তু নয়,' দ্য গার্ডিয়ানকে বলেন ইউনিভার্সিটি অভ ওয়েস্টার্ন অন্টারিও বিশ্ববিদ্যালয়ের পাখি ও ভবনের সংঘর্ষ বিষয়ক গবেষক ব্রেন্ডন স্যামুয়েলস।
তিনি জানান, পাখির প্রকৃত মৃত্যুর সংখ্যা আরও কয়েকদিন পর জানা যেতে পারে।
'আদতে অনেক সময় কাচের সঙ্গে পাখি ধাক্কা খাওয়ার পরও এটি উড়ে উড়ে কিছুদূর চলে যায়। মারাত্মক আহত পাখিগুলো কয়েক ঘণ্টা পর মারা যেতে পারে,' স্যামুয়েলস বলেন।
ছোট্ট এলাকায় একসঙ্গে অনেক পাখির মৃত্যুর ঘটনা পাখির অভিবাসনের সময় দেখা যায়। বিপরীতমুখী বাতাস, বৃষ্টি, কুয়াশা ইত্যাদির কারণে পাখির উড়তে সমস্যা হয়। এছাড়া শহুরে পরিবেশের আলো দূষণও পাখির এ ধরনের মৃত্যুর কারণ।