ধর্মশালার আউটফিল্ডের করুণ অবস্থা নিয়ে প্রশ্ন বাটলারের
ধর্মশালায় আগামীকাল নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ এবং ইংল্যান্ড। এই মাঠেই নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারিয়েছে সাকিব আল হাসানের দল। তবে উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হেরে কিছুটা চাপে আছে ইংল্যান্ড।
বাংলাদেশ এবং আফগানিস্তানের ম্যাচেই ধর্মশালার আউটফিল্ডের করুণ অবস্থা চোখে পড়েছে। পেস বোলারদের রানআপ নেওয়ার সময় বালু উড়তে দেখা গেছে।
ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার ধর্মশালার এই মাঠকে আখ্যা দিয়েছেন 'বাজে' হিসেবে। সাথে প্রশ্ন তুলেছেন, বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টের মাঠের এহেন করুণ অবস্থা নিয়ে।
বাটলার বলেন, 'আপনি যখন নিজের দেশের হয়ে খেলবেন, সর্বোচ্চটা দিয়ে প্রতিটি রান বাঁচাতে চাইবেন। কিন্তু এই আউটফিল্ডে খেলোয়াড়রা নিজেদের উজাড় করে দেওয়ার আগে দুবার ভাববে, যেটা দেশের হয়ে খেলার সময় আপনি করতে চাইবেন না।'
আফগানিস্তান কোচ জোনাথন ট্রটও প্রথম ম্যাচ শেষে বলেছিলেন, তারা সৌভাগ্যবান কারণ এই মাঠে ফিল্ডিং করেও কেউ চোটে পড়েননি। যদিও আফগান স্পিনার মুজিব একটি বাউন্ডারি বাঁচাতে গিয়ে ডাইভ দিয়েছিলেন। এরপরই দেখা যায়, মুজিবের ডাইভ দেওয়া জায়গা থেকে ঘাস উঠে গিয়ে বেশ বড় রকমের গর্ত তৈরি হয়েছে মাঠে।