দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা ইসলামী ছাত্রশিবিরের
নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা ও জামায়াতের আমীর শফিকুর রহমানসহ সকল রাজবন্দীদের মুক্তির দাবিতে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে বিক্ষোভ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
আজ বুধবার (১১ অক্টোবর) সকাল ১০টার দিকে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমান পলাশের নেতৃত্বে মতিঝিলের শাপলা চত্বর থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ইত্তেফাক মোড়ে সমাবেশের মাধ্যমে শেষ হয় বিক্ষোভ মিছিলটি।
সংক্ষিপ্ত সমাবেশ বক্তব্যে রাজিবুর রহমান বলেন, "দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথে আন্দোলন চালিয়ে যাবো।"
তিনি বলেন, "আমাদের দাবি, অবিলম্বে অবৈধ সরকারকে পদত্যাগ করতে হবে, আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ কারারুদ্ধ রাজনৈতিক নেতৃবৃন্দ, আলেম-উলামাদের নিঃশর্ত মুক্তি দিতে হবে এবং ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যালয়সহ সকল অফিস খুলে দিতে হবে।"
এছাড়া, ক্যাম্পাসগুলোতে ছাত্রলীগের সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করাসহ শিক্ষাখাতে বিভিন্ন সংস্কারের দাবি তুলে ধরেন তিনি।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ইয়াছিন আরাফাত, হাফেজ রাশেদুল ইসলাম, ছাত্রশিবিরের কেন্দ্রীয় অফিস সম্পাদক জাহিদুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।