১০৪ বছর বয়সে স্কাইডাইভিং করে খ্যাতি, এক সপ্তাহ পর মৃত্যু
এক সপ্তাহ আগেই স্কাইডাইভিংয়ের জন্য ১৩,৫০০ ফুট উঁচু থেকে লাফ দিয়েছিলেন ১০৪ বছর বয়সী ডরোথি হফনার। নিচে নামার পর দর্শকরদের করতালিতে সিক্ত হন এই মার্কিন নারী।
টিভি রিপোর্টাররা সাক্ষাৎকার নিতে তার পিছু ছুটতে থাকে। পরবর্তী দিনগুলোতে তিনি কয়েক ডজন গণমাধ্যমকে সাক্ষাৎকার দেন। সবচেয়ে বেশি বয়সে স্কাইডাইভিংয়ের বিশ্ব রেকর্ড ভেঙে জাতীয়ভাবে পরিচিতি পান তিনি।
কিন্তু স্কাইডাইভিংয়ের এক সপ্তাহ পরেই ইলিয়নসে তার বাড়িতে মধ্যরাতের কোনো এক সময় ঘুমের মধ্যেই মৃত্যু হয় তার। এই নারীর ঘনিষ্টজন জো কোনান্ট (৬২) জানান, গত রবিবার রাত বা সোমবার সন্ধ্যার মধ্যে হফনারের মৃত্যু হয়।
কোনান্ট জানান, হফনারের মৃত্যু ছিল অপ্রত্যাশিত। কিন্তু জীবনের শেষ দিনগুলো হফনার আনন্দের সাথে কাটানোয় তিনি খুশি।
কোনান্ট জানান, বিশ্ব রেকর্ড গড়তে চলেছেন এই বিষয়টি তাকে উৎফুল্ল করেনি। বরং তিনি স্কাইডাইভিংয়েই মনোযোগী ছিলেন বেশি।
হফনারের জন্ম ও বেড়ে ওঠা শিকাগোতে। তিনি ইলিয়নসে টেলিফোন অপারেটর হিসেবে কাজ করতেন। অবসর জীবনেও তিনি মেক্সিকোর সৈকতে ঘুরতে যেতেন এবং নিজেই গাড়ি চালাতেন।
২০১৯ সালে কোনান্ট হাফনারকে জানান তিনি স্কাইডাইভিংয়ে যাবেন। তখন হফনারও তার সঙ্গে যাওয়ার কথা বলেন। কোনান্ট মনে করলেন হফনার বুঝি দর্শক হিসেবে যেতে চাইছেন।
হফনার বলেছিলেন, না না, আমি বিমান থেকে নামতে চাই। তবে কোনান্ট শঙ্কিত ছিলেন যে, হফনার হয়তো ইনজুরিতে পড়বেন। কিন্তু স্কাইডাইভিংয়ের পর হফনার কোনান্টকে জানিয়েছিলেন যে, তিনি বিষয়টি উপভোগ করেছেন।
গত এপ্রিল মাসে হফনার আবারও স্কাইডাইভিংয়ে যাওয়ার ইচ্ছে প্রকাশ করেন। তখন কোনান্ট দেখতে পান, ১০৩ বছর বয়সে স্কাইডাইভিংয়ে যাওয়ার রেকর্ড আছে।
কোনান্ট জানান, আমার মনে তার সক্ষমতা নিয়ে কোনো প্রশ্ন ছিল না। কাারণ ১০০ বছর বয়সে যেতে পারলে ১০৪ বছর বয়সেও স্কাইডাইভিং করা যাবে।
স্কাইডাইভিংয়ের আগে স্থানীয় এক সংবাদপত্র তাকে নিয়ে প্রতিবেদন করে। ১ অক্টোবর তার স্কাইডাইভিংয়ের দিনে প্রায় ৭৫ জন দর্শক উপস্থিত হয়।