শ্রীলঙ্কাকে টানা তৃতীয় হারের হতাশায় ডুবিয়ে অজিদের প্রথম জয়
অবশেষে বিশ্বকাপে নিজেদের প্রথম জয় পেয়েছে অস্ট্রেলিয়া। শ্রীলঙ্কাকে পাঁচ উইকেটে হারিয়ে তৃতীয় ম্যাচে এসে প্রথম জয়ের দেখা পেয়েছে প্যাট কামিন্সের দল।
লখনৌতে শ্রীলঙ্কার দেওয়া ছোট লক্ষ্য সহজেই পেরিয়ে গেছে অস্ট্রেলিয়া। প্রথম দুই ম্যাচে স্বাগতিক ভারত ও দক্ষিণ আফ্রিকার কাছে হেরে চাপে থাকা অজিদের জন্য এটি স্বস্তির জয়।
টসে জিতে প্রথমে ব্যাট করে মাত্র ২০৯ রানে গুটিয়ে যায় লঙ্কান ইনিংস। ভালো শুরু করেও সেটি ধরে রাখতে পারেনি তারা। ৮৮ বল ও পাঁচ উইকেট হাতে রেখেই এই লক্ষ্য টপকে যায় অস্ট্রেলিয়া। টানা তিন হারের হতাশায় ডুবেছে শ্রীলঙ্কা, অপরদিকে বিশ্বকাপে নিজেদের প্রথম পয়েন্ট পেয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।
লঙ্কানদের দেওয়া ২১০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতে একটু হোঁচট খায় অস্ট্রেলিয়া। ডেভিড ওয়ার্নার এবং স্টিভেন স্মিথ দ্রুত ফিরে যান সাজঘরে। এরপর মিচেল মার্শ এবং মার্নাস লাবুসেন ৫৭ রানের জুটি গড়ে পরিস্থিতি সামাল দেন।
৫১ বলে ৫২ রান করে রানআউট হয়ে ফেরেন মার্শ, তার ইনিংসে ছিলো নয়টি চার৷ পাঁচ নাম্বারে নেমে জস ইংলিস মারমুখী ব্যাটিং শুরু করেন। মূলত তার এবং লাবুসেনের ৭৭ রানের জুটি অজিদের জয়ের কাছে নিয়ে যায়।
ইংলিস আউট হওয়ার আগে ৫৯ বলে পাঁচ চার ও এক ছয়ে করেন ৫৮ রান। লাবুসেন আউট হয়ে ফেরেন ৪০ রান করে।
গ্লেন ম্যাক্সওয়েলের ২১ বলে ৩১ আর মার্কাস স্টোয়নিসের ১০ বলে ২০ রানের ইনিংস অস্ট্রেলিয়ার জয় তরান্বিত করে। শ্রীলঙ্কার পক্ষে মাদুশাঙ্কা তিন উইকেট নিলেও তা অজিদের জয়ের পথে বাধা হতে পারেনি।
এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার বিপক্ষে উড়ন্ত সূচনাই পেয়েছিল শ্রীলঙ্কা। অজি অধিনায়ক প্যাট কামিন্স ও অ্যাডাম জ্যাম্পার বোলিং তোপের মুখে হঠাৎ বিপর্যয় ও বৃষ্টি বিরতিতে চোখের পলকে শেষ হয়ে যায় তাদের ইনিংস। উদ্বোধনী জুটি থেকে ১২৫ রান পাওয়ার দলটিই পরের ৯ উইকেটে তুলতে পারে মাত্র ৮৪ রান। তাতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সামান্যই থেকে যায় শ্রীলঙ্কার সংগ্রহ।
৪৩.৩ ওভারে ২০৯ রানে থেমে গেছে শ্রীলঙ্কার ইনিংস। প্রথম দুই ম্যাচে হারলেও তিনশ ছাড়ানো সংগ্রহ গড়ে লঙ্কানরা, এবার পুরো ৫০ ওভারই ব্যাটিং করতে পারলো না তারা। দুই ওপেনার পাথুম নিসাঙ্কা ও কুশল পেরেরার হাফ সেঞ্চুরির পর শ্রীলঙ্কার কেবল একজন ব্যাটসম্যান দুই অঙ্কের রান করতে পেরেছেন। বাকিরা যোগ দেন আসা-যাওয়ার মিছিলে। এই আট ব্যাটসম্যানের মধ্যে সর্বোচ্চ ৯ রান করেন অধিনায়ক কুশল মেন্ডিস।
অসাধারণ ব্যাটিংয়ে দলকে দারুণ শুরু এনে দেন শ্রীলঙ্কার নিসাঙ্কা ও পেরেরা। উদ্বোধনী জুটিতে ২১.৪ ওভারে ১২৫ রান যোগ করেন এই দুজন। জুটি গড়ার মাঝে দুজই তুলে নেন হাফ সেঞ্চুরি। ৬৭ বলে ৮টি চারে ৬১ রান করা নিসাঙ্কাকে ফিরিয়ে এই জুটি ভাঙেন কামিন্স। এরপরও বিপদে পড়তে হয়নি লঙ্কানদের।
কিন্তু কিছুক্ষণ পর ৮২ বলে ১২টি চারে ৭৮ রান করা পেরেরাকে অজি অধিনায়ক আউট করলে খেই হারিয়ে বসে শ্রীলঙ্কা। এই সুযোগ তাদের চেপে ধরেন অস্ট্রেলিয়ার লেগ স্পিনার অ্যাডাম জ্যাম্পা, তোপ দাগেন মিচেল স্টার্ক ও গ্লেন ম্যাক্সওয়েলও। ২ উইকেট হারানোর পর যে ধস নামে শ্রীলঙ্কার ইনিংসে, তাদের কোনো ব্যাটসম্যানই তা আর কাটিয়ে তুলতে পারেননি।
নিয়মিত ধারায় উইকেট হারানো শ্রীলঙ্কা ২০০ ছাড়িয়েই অলআউট হয়ে যায়। ৮ ওভারে ৪৭ রানে ৪টি উইকেট নেন জ্যাম্পা। ২টি করে উইকেট পান স্টার্ক ও কামিন্স। একটি উইকেট নেন ম্যাক্সওয়েল।