অস্ত্রবিরতির বিনিময়ে কিছুসংখ্যক জিম্মিকে মুক্তি দিতে আলোচনা করছে হামাস
ইসরায়েলে আক্রমণ করে প্রায় ২০৩ জনকে বন্দি করেছিল হামাস। এই বন্দিদের বেশ কয়েকজনকে মুক্তি দেওয়ার বিনিময়ে তাৎক্ষণিক অস্ত্রবিরতি চেয়েছে ফিলিস্তিনি মুক্তিকামী গোষ্ঠীটি।
তবে ইসরায়েল এখনও পর্যন্ত এ প্রস্তাবে রাজি হয়নি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সব জিম্মি হামাসের হাতে আটক নন। অনেকে অন্য আরও কয়েকটি সশস্ত্র গোষ্ঠীর কাছে বন্দি রয়েছেন।
গাজায় এই জিম্মিদের আটক করে রাখায় ইসরায়েল একটু বেকায়দায় আছে। জিম্মিদের জন্য ইসরায়েলি কমান্ডাররা গাজায় তাদের আক্রমণ পরিকল্পনা সাজাতে পারছেন না।
হামাসের সঙ্গে ইসরায়েলের দরকষাকষি সফল হলে জিম্মিদের জীবিত ফেরত পাওয়া সম্ভাবনা অনেক বেশি।
গত ৭ অক্টোবর ইসরায়েলে আকস্মিক হামলা চালায় হামাস। এতে ১ হাজার ৩০০-র বেশি ইসরায়েলি মারা যায়।
জবাবে ইসরায়েলও সেদিনই পাল্টা আক্রমণ চালায় গাজায়। গত মঙ্গলবার গাজার এক হাসপাতালে হামলায় প্রায় ৫০০ জন নিহত হয়েছে। হাসপাতালের পর গাজার এক গ্রিক গির্জাতেও ইসরায়েলি বোমা হামলায় অন্তত ৮ জন নিহত হয়েছে।
ইসরায়েলের হামলায় গাজা উপত্যকায় মৃতের সংখ্যা ৩ হাজার ৭০০ ছাড়িয়েছে। গাজায় ইসরায়েলি হামলায় হত্যার শিকার হওয়া ব্যক্তিদের রয়েছে অন্তত ১ হাজার ৫২৪ শিশু।