নয়াপল্টনে বিএনপি, বায়তুল মোকাররমে আ.লীগকে সমাবেশের অনুমতি, জামায়াতকে ‘না’
তবে শাপলা চত্বরে সমাবেশ করতে জামায়াতে ইসলামীকে অনুমতি দেয়নি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
২০ শর্তে শনিবার (২৮ অক্টোবর) রাজধানীতে নিজেদের পছন্দের জায়গাতে সমাবেশের অনুমতি পেয়েছে বিএনপি ও আওয়ামী লীগ। নয়াপল্টনে বিএনপিকে এবং বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে আওয়ামী লীগকে সমাবেশের অনুমতি দিয়েছে পুলিশ।
তবে শাপলা চত্বরে সমাবেশ করতে জামায়াতে ইসলামীকে অনুমতি দেয়নি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উভয় দলের নেতাদের কাছে ২০টি শর্তসহ সমাবেশের অনুমতিপত্র হস্তান্তর করবেন বলে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানিয়েছেন ডিএমপি কমিশনারের বিশেষ সহকারী নাজমুর রায়হান।