দুই দলের সমাবেশ: পুলিশকে সহায়তায় ২ হাজার আনসার প্রস্তুত রাখার নির্দেশ
দেশের বড় দুটি রাজনৈতিক দলের মহাসমাবেশ ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে সহায়তা করতে দুই হাজার আনসার সদস্যকে প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রণালয়।
শুক্রবার (২৭ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক শাখা-২-এর উপসচিব মো. রাশেদ হোসেন চৌধুরী স্বাক্ষরিত এক আদেশে এ কথা বলা হয়।
আদেশে বলা হয়, আগামীকাল শনিবার (২৮ অক্টোবর) ঢাকা মহানগর এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষার্থে দুই হাজার ব্যাটালিয়ন আনসার সদস্যকে স্ট্যান্ডবাই (প্রস্তুত) রাখতে হবে।
আদেশে এক দিনের জন্য এ সকল আনসার সদস্যদের সকাল ৮টা থেকে রাজধানীর খিলগাঁও আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে প্রস্তুত রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়।