চীনকে হারাতে চাইলে টাকার ঝুড়ি ও সাশ্রয়ী প্রস্তাব নিয়ে আসুন: পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, চীনকে পরাজিত করতে চাইলে অন্যান্য দেশকে ভয় দেখানো ও উপদেশ দেওয়ার বদলে টাকার ঝুড়ি ও সাশ্রয়ী মূল্যের প্রস্তাব নিয়ে আসা উচিত।
শনিবার (২৮ অক্টোবর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, 'আপনারা যদি চীনকে হারাতে চান, তাহলে আপনাদেরও চীনাদের মতো টাকার ঝুড়ি ও সাশ্রয়ী মূল্যের প্রস্তাব নিয়ে আসা উচিত। শুধু উপদেশই আমাদের সন্তুষ্ট করে না।'
তিনি সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপ উভয় সফরে একথা বলেছেন বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।
এর আগে তিনি ফরেন সার্ভিস একাডেমিতে 'নেভিগেটিং চ্যালেঞ্জস: বাংলাদেশ'স রেসপন্স টু দ্য কারেন্ট গ্লোবাল সিচুয়েশন'- শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
কূটনৈতিক ম্যাগাজিন ডিপ্লোম্যাট ওয়ার্ল্ড সেমিনারের আয়োজন করে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইউরোপ সফরকে 'অত্যন্ত সফল' উল্লেখ করে মোমেন বলেন, ইউরোপীয় দেশগুলো বাংলাদেশের কথা শুনেছে এবং তারা এখন তহবিল নিয়ে আসছে।
তিনি বলেন, এটি বাংলাদেশের জন্য একটি বড় অর্জন। ইউরোপীয় নেতারা বাংলাদেশের নেতৃত্ব ও উন্নয়নের ভূয়সী প্রশংসা করেছেন।
মোমেন বলেন, মানবাধিকার ও গণতন্ত্রের নামে চাপ সৃষ্টি করে অনেক দেশ তাদের পণ্য বিক্রি করতে চায়। কিন্তু, জনগণের কল্যাণ নিশ্চিত করাকে অগ্রাধিকার দেওয়ায় বাংলাদেশ এখন সামরিক সরঞ্জাম কিনতে চায় না।
টিম ইউরোপ পদ্ধতিকে উপস্থাপন করে গ্লোবাল গেটওয়ে স্ট্রাটেজি, এটি ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), ইইউ সদস্য রাষ্ট্র এবং ইউরোপীয় উন্নয়ন আর্থিক প্রতিষ্ঠানগুলোকে একত্র করে।
২০২১ থেকে ২০২৭ সাল পর্যন্ত ৩০০ বিলিয়ন ইউরো সরকারি ও বেসরকারি বিনিয়োগ তাদের লক্ষ্য।
বুধবার ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গ্লোবাল গেটওয়ে ফোরামে ইইউ ও বাংলাদেশের সম্পর্ক জোরদার ও উন্নয়নের লক্ষ্যে একটি নতুন অংশীদারিত্ব ও সহযোগিতা চুক্তি নিয়ে আলোচনা করেন।
এই উপলক্ষে বাংলাদেশের বিদ্যুৎ খাতের টেকসই সবুজ পরিবর্তনে অবদান রাখার জন্য নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পের জন্য ৪০০ মিলিয়ন ইউরোর চুক্তি সই করেছে ইইউ, ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংক (ইআইবি) ও বাংলাদেশ। এটি দেশের জলবায়ু প্রশমন লক্ষ্যমাত্রা পূরণেরও লক্ষ্য।
৭০ মিলিয়ন ইউরো মূল্যের শিক্ষা সহায়তা, পরিবেশসম্মত নির্মাণ, ই-গভর্নেন্স ও লিঙ্গ-ভিত্তিক সহিংসতা প্রতিরোধ এই অতিরিক্ত সহযোগিতামূলক কর্মকাণ্ড চালু করা হয়েছিল।
প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেন বলেন, 'ইইউ ও বাংলাদেশ ৫০ বছর ধরে নির্ভরযোগ্য ও বিশ্বস্ত অংশীদার। এখন আমরা গ্লোবাল গেটওয়ের অধীনে সবুজ পরিবর্তনের সুযোগগুলো কাজে লাগাতে, এই অংশীদারিত্বকে আরও এগিয়ে নিয়ে যাচ্ছি। ইউরোপীয় কমিশন, ইআইবি ও বাংলাদেশ নবায়নযোগ্য জ্বালানিকে সমর্থন করতে এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলা বাহিনীতে যোগ দেবে। এই ৪০০ মিলিয়ন ইউরো বিনিয়োগ বাংলাদেশের জনগণ এবং এর অর্থনীতির জন্য একটি পরিবর্তন সৃষ্টি করবে।'