যুবদল নেতাকে আ.লীগ কর্মীদের হত্যার অভিযোগ বিএনপির, পুলিশ বলছে পালাতে গিয়ে মৃত্যু
রাজধানীর আদাবর এলাকায় ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীরা যুবদলের এক নেতাকে পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ করেছে বিএনপি।
রোববার (২৯ অক্টোবর) ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য আমিনুল হক বলেন, 'আদাবর থানার সাবেক যুবনেতা ও বিএনপির ৩০ নং ওয়ার্ড-এর স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক মো. আবদুর রশিদ হরতাল পালনের মিছিল থেকে ফেরার সময় আওয়ামী লীগের নেতাকর্মীদের হাতে নিহত হন।'
আবদুর রশিদকে মারধরের পর নির্মাণাধীন একটি ভবনের বারান্দা থেকে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ করেন আমিনুল।
তবে পুলিশ বলছে, বাসে আগুন লাগার পর ঘটনাস্থল থেকে পালাতে গিয়ে মারা গেছেন আবদুর। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর অঞ্চলের সহকারী কমিশনার (এসি) আজিজুল হকের বরাত দিয়ে এক প্রতিবেদনে প্রথম আলো জানিয়েছে, বাসে আগুন লাগার পর সেখান থেকে একজন লোক দৌড়ে একটি নির্মাণাধীন ভবনে যান।
এক ভবন থেকে আরেক ভবনে লাফিয়ে যাওয়ার সময় ওই ব্যক্তি নিচে পড়ে মারা গেছেন — এমন ধারণার কথা বলেন ওই পুলিশ কর্মকর্তা। পুলিশ এ ঘটনার তদন্ত করবে।
বিএনপির ডাকা হরতালে রোববার সকালে মোহাম্মদপুরে টাউন হল বাজারের কাছে একটি বাসে আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা। এরপর আবদুর রশিদের মৃত্যুর খবর পাওয়া যায়।