বাংলাদেশ ম্যাচের আগে পাকিস্তানের প্রধান নির্বাচকের পদত্যাগ
বিশ্বকাপে প্রথম দুই ম্যাচ জেতার পর টানা চার ম্যাচ হেরে সেমিফাইনালে যাওয়ার আশা নিভু নিভু করছে পাকিস্তানের। এর মধ্যেই বাবর আজমদের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কর্মকর্তাদের।
এই বিতর্কের মাঝে পদত্যাগ করেছেন পাকিস্তানের প্রধান নির্বাচক ইনজামাম-উল-হক। আজ খবরটি নিশ্চিত করেছে ক্রিকেট পাকিস্তান।
সোমবার পিসিবির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন ইনজামাম। মূলত খেলোয়াড় নির্বাচনে সততা না থাকা ও স্বার্থের সংঘাত তৈরি হওয়ার অভিযোগ ওঠার পর পদত্যাগের সিদ্ধান্ত নেন ইনজামাম।
পিসিবি জানিয়েছে, গণমাধ্যমে প্রকাশিত খেলোয়াড়দের স্বার্থের সংঘাতের বিষয়টি তদন্তে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হবে। কমিটি দ্রুততার সঙ্গে পিসিবির কাছে তাদের প্রতিবেদন ও যেকোনো সুপারিশ জমা দেবে।
পদত্যাগের প্রসঙ্গে ইনজামাম বলেছেন, 'লোকজন কিছু না জেনেই কথা বলে। আমার কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন উঠেছে। সুতরাং পদত্যাগ করার সিদ্ধান্তই ভালো মনে হয়েছে।'
তিনি আরও যোগ করেন, 'পিসিবি যদি আমার বিরুদ্ধে তদন্ত করতে চায়, আমার কোনো সমস্যা নেই। লোকজন কোনো ধরনের প্রমাণ ছাড়াই আমাকে নিয়ে কথা বলছে। যদি কোনো প্রমাণ থাকে তবে সামনে আনুন।'