বরিশালে মহানগর জামায়াতের আমিরসহ ১১ বিএনপি-জামায়াত নেতাকর্মী গ্রেফতার
বরিশাল মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের ৯ নেতাকর্মীকে গ্রেফতার করেছে মেট্রোপলিটন পুলিশ। এছাড়া জামায়াতে ইসলামী মহানগরের আমির অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবরসহ দুজনকে পুরানো মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
সোমবার (৩০ অক্টোবর) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
মহানগর বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক জাহিদুর রহমান রিপন জানিয়েছেন, বিএনপির দেশব্যাপী তিন দিনের অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মীর জাহিদুল কবির জাহিদ ও যুগ্ম আহবায়ক জিয়াউদ্দিন শিকদারের বাসাসহ নগরের প্রায় প্রতিটি ওয়ার্ডের নেতাকর্মীদের বাসায় তল্লাশি চালাচ্ছে পুলিশ।
নগরীর বিভিন্ন স্থান থেকে এখন পর্যন্ত বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীকে গ্রেফতার করেছে। এরমধ্যে ২৫ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাজিব মোল্লা, ৬নং ওয়ার্ড বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুস সোবাহান, ৯ নম্বর ওয়ার্ড থেকে মহানগর যুবদলের সহ-সভাপতি জাহিদ হোসেন ও মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব রহমান রাহাত, ২৮ নং ওয়ার্ড থেকে মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রিয়াজ মাহমুদ মিল্টন, ১৫নং ওয়ার্ড যুবদলের নেতা সোহেল চৌধুরী, আগরপুর রোড থেকে ১৭ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি শাহরিয়ার তুষার।
কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানিয়েছেন, এখন পর্যন্ত বিএনপি ও জামায়াতের ৯ জনকে আটক করা হয়েছে। তিনি জানান, নগরীর আমতলা মোড় এলাকার বাসা থেকে জামায়াতের আমির ও এক কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। পুরনো মামলায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। অপরদিকে দুজনকে আটকের কথা জানিয়েছেন কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান।
এদিকে মহানগর জামায়াতের আমিরকে গ্রেপ্তারের প্রতিবাদে সোমবার (৩০ অক্টোবর) রাতে পোর্টরোডে বিক্ষোভ মিছিল করেছে দলটির নেতাকর্মীরা।