জানুয়ারি-সেপ্টেম্বরে বিকাশের মুনাফা ৮৮ কোটি টাকা
দেশের শীর্ষস্থানীয় মোবাইল আর্থিক পরিষেবা প্রদানকারী বিকাশ লিমিটেডের মুনাফা চলতি বছরের জানুয়ারি-সেপ্টেম্বর পর্যন্ত ৯ মাসে ২,১০০ শতাংশ বেড়েছে।
কোম্পানিটি এই সময় ৮৮ কোটি টাকা মুনাফা করেছে, যা এর আগের বছর একই সময়ে ছিল ৪ কোটি টাকা।
এছাড়াও, সংস্থাটি এ বছর পরিচালন মুনাফায় ফিরেছে বলে জানিয়েছে।
চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) এর মুনাফা হয়েছে ৪৯ কোটি টাকা, যা আগের বছর একই সময়ে ছিল ৪৬ কোটি টাকা।
২০২২ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত বিকাশের লোকসান ছিল ৪২ কোটি টাকা। আর জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে মুনাফা হয়েছে ৪৬ কোটি টাকা। তাই ২০২২ এর সেপ্টেম্বর শেষে কোম্পানিটির মুনাফা ৪ কোটি টাকা হয়েছিল।