ইসরায়েলি বাহিনী ও হামাস যোদ্ধাদের মধ্যে তুমুল লড়াই চলছে
গাজা উপত্যকার উত্তর অংশে হামাস যোদ্ধাদের সঙ্গে তুমুল লড়াই চলছে ইসরায়েলি বাহিনীর।
উত্তর গাজায় মুহুর্মুহু বিস্ফোরণের আওয়াজ ও অগ্নিশিখা দেখা যাচ্ছে বলে জানিয়েছে আল জাজিরা। বিভিন্ন এলাকায় ইসরায়েলি বাহিনীর সঙ্গে গুলি বিনিময় হচ্ছে হামাস যোদ্ধাদের।
গাজা সিটির মধ্যবর্তী অংশেও দক্ষিণ-পূর্বাঞ্চল ইসরায়েলি ট্যাংক যাচ্ছে বলে জানিয়েছে আল জাজিরা। লড়াই আরও তীব্র হতে পারে।
এদিকে গত কয়েক ঘণ্টায় গাজায় ইসরায়েলের বিমান হামলা থামেনি। গাজার প্রায় সর্বত্র চলছে হামলা। তবে গাজা সিটি ও উত্তরাঞ্চলে যেখানে স্থল আক্রমণ চলছে, ওইসব অংশে বিমান হামলা চলছে বেশি।
এদিকে ২৪ ঘণ্টার ব্যবধানে গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে দুইবার বোমা হামলা করেছে ইসরায়েল। এতে করে শিবিরটিতে হতাহতের সংখ্যা প্রায় এক হাজারে পৌঁছেছে।
এ হামলায় শেষ খবর পাওয়া পর্যন্ত নিহত হয়েছে প্রায় ১৯৫ জন, আহত হয়েছে ৭৭৭ জন; আর নিখোঁজ রয়েছে প্রায় ১২০ জন।
গত ৭ অক্টোবরের ইসরায়েলে আচমকা হামলা করে হামাস৷ এতে প্রায় ১৪০০ মানুষ নিহত হয়। জিম্মি করা প্রায় ২০০ এরও বেশি ইসরায়েলি নাগরিককে।
পাল্টা প্রতিক্রিয়া হিসেবে গাজায় প্রচণ্ড বোমাবর্ষণ শুরু করে ইসরায়েল। এতে ৯ হাজারের বেশি গাজাবাসী নিহত হয়েছে।
একইসঙ্গে গাজায় ইসরায়েলি নিষেধাজ্ঞায় খাদ্য, পানি, বিদ্যুতের তীব্র সংকট দেখা গিয়েছে। ফলে এক মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে ২০ লাখেরও বেশি মানুষের বসবাসকৃত এই অঞ্চলটিতে।
এদিকে গাজায় প্রতি ১০ মিনিটে গড়ে একটি শিশু নিহত হচ্ছে। এমনটাই জানিয়েছে শিশুদের নিয়ে কাজ করা বেসরকারি উন্নয়ন সংস্থা সেইভ দ্য চিলড্রেনের ফিলিস্তিনের শাখা।
জেরুজালেম থেকে সাক্ষাৎকার প্রদানকালে ওই শাখার কর্মকর্তা জ্যাসন লি বলেন, "গত ৭ অক্টোবর থেকে ইসরায়েলের হামলায় প্রায় ২০ হাজার বেসামরিক নাগরিক আহত হয়েছে। এদের মধ্যে গড়ে তিনজনের একজন শিশু।"