অবরোধে বেনাপোল থেকে পণ্যবাহী ট্রাকে ভাড়া বেড়েছে প্রায় ৮ হাজার টাকা
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/big_3/public/images/2023/11/06/benapole_port_truck_traffic.jpg)
বিএনপির ডাকা চলমান অবরোধে বেনাপোল থেকে ট্রাক ভাড়া অস্বাভাবিকহারে বেড়েছে। স্বাভাবিক সময়ে রাজধানী ঢাকায় ট্রাক ভাড়া ছিল ১৮ হাজার টাকা, সেখানে এখন নেয়া হচ্ছে ২৫-২৬ হাজার টাকা। যেকারণে আমদানি কমিয়ে দিয়েছেন ব্যবসায়ীরা।
এখন আমদানি হচ্ছে ১৫০ থেকে ২০০ পণ্যবাহী ট্রাকে, যা স্বাভাবিক সময়ে হয়ে থাকে সাড়ে ৩৫০ থেকে ৪০০ ট্রাক। হঠাৎ ভাড়া বাড়ার কারণে ভারত থেকে আমদানিকৃত পণ্য দেশের বিভিন্ন স্থানে পাঠাতে গিয়ে ভোগান্তিতে পড়েছেন আমদানিকারক, পরিবহন এজেন্ট ও সিঅ্যান্ডএফ ব্যবসায়ীরা।
ঢাকার আমদানিকারক প্যাকস্টন লিমিটেডের প্রতিনিধি ফারুক আহমেদ জানান, "অবরোধের কারণে বেনাপোল থেকে ঢাকায় আসতে ট্রাক ভাড়া বেড়েছে ৭-৮ হাজার টাকা। এতে করে আমাদের ব্যয় বাড়ছে।"
নারায়ণগঞ্জের আইডিয়াল ফাইবার লিমিটিডের প্রতিনিধি শাহ আলম বলেন, "একে তো দেশের অর্থনৈতিক অবস্থা ভালো নেই। তারপর এখন বেড়েছে ট্রাক ভাড়া। প্রতি ট্রাক প্রতি বেশি নেয়া হচ্ছে ৭-৮ হাজার টাকা। আবার সরকার রাজস্বও বাড়িয়েছে। এতে করে ব্যবসায়ীরা নানামুখী সমস্যায় পড়েছে।"
ঢাকার নবাবপুরের তালুকদার ট্রেডার্স নামের প্রতিষ্ঠানের আমদানিকারক ইকবাল আহমেদ জানান, তার ব্যবসার কেমিক্যাল ভারত থেকে আসে। তার কয়েকটি পণ্যের চালান গত ৩১ সেপ্টেম্বর বেনাপোল বন্দরে এসেছে। বন্দরের সব আনুষ্ঠানিকতাও শেষ করেছেন। কিন্তু ট্রাক ভাড়া করতে গেলে ভাড়া এক লাফে ৮ হাজার টাকা বেশি জানায়। অতিরিক্ত ট্রাক ভাড়ার কারণে তিনি পণ্য বেনাপোল বন্দর থেকে ফ্যাক্টরিতে নিতে পারছেন না।
বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতির সাধারণ সম্পাদক আজিম উদ্দিন গাজী বলেন, অবরোধের কারণে দেশের বিভিন্ন স্থানে গাড়ি ভাঙচুর করা হচ্ছে। এতে করে মালিকরা ট্রাক রাস্তায় নামাতে চাইছেনা। আবার চালকরাও গাড়ি চালাতে অসম্মতি জানাচ্ছেন। এতে করে বেনাপোল বন্দর থেকে সারাদেশে পণ্য পরিবহনের ভাড়া বেড়েছে।
বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতির সভাপতি আতিকুজ্জামান সনি বলেন, আগে বেনাপোল থেকে ঢাকার বিভিন্ন স্থানে পণ্য পরিবহনে প্রতি ট্রাকের ভাড়া ছিল সর্বনিম্ন ১৭-১৮ হাজার টাকা। একই ট্রাকের ভাড়া এখন বেড়ে হয়েছে ২৫ থেকে ২৬ হাজার টাকা। একইভাবে কাভার্ডভ্যানের ভাড়া ২৫ হাজার থেকে বেড়ে হয়েছে ৩৫ হাজার টাকা। এত বেশি ভাড়া দেওয়া সত্ত্বেও খালি ট্রাক ও কাভার্ডভ্যান পাওয়া যাচ্ছে না। ফলে বেনাপোল বন্দর থেকে সারাদেশে পণ্য পরিবহন কষ্টসাধ্য হয়ে পড়েছে।
বেনাপোল আমদানি-রপ্তানিকারক সমিতির সহসভাপতি আমিনুল হক বলেন, পরিবহন সংকটের জন্য ট্রাক ভাড়া এখন স্বাভাবিক সময়ের তুলনায় প্রায় দ্বিগুণ। কাচাপণ্য নষ্ট হওয়ার আশঙ্কায় বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়া দিয়ে পণ্য খালাস করে নিয়ে যাচ্ছেন ব্যবসায়ীরা।
বেনাপোল সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শামসুর রহমান বলেন, অবরোধের কারণে বেনাপোল থেকে ট্রাক ভাড়া বেড়েছে। প্রতি ট্রাকে কমপক্ষে ৭-৮ হাজার টাকা বেশি নেয়া হচ্ছে।
বেনাপোল বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক (ট্রাফিক) রেজাউল করিম বলেন, বিরোধীদলের ডাকা অবরোধেও বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম চলমান রয়েছে। তবে স্বাভাবিক সময়ে আমাদের এখান থেকে প্রতিদিন আমদানি হয়ে থাকে গড়ে ৪০০ ট্রাক। খালাস হয় সাড়ে ৩০০-৪০০ ট্রাক। সেই তুলনায় আমদানি ও খালাস কম হচ্ছে।
এদিকে বেনাপোল শুল্ক ভবনের যুগ্ম কমিশনার মো. শাফায়েত হোসেন বলেন, বেনাপোল কাস্টমস হাউসে শুল্কায়নের কাজ যথানিয়মে চলেছে। আমদানি-রপ্তানি স্বাভাবিক রয়েছে।