গাজা ইস্যুতে জাতিসংঘে চীন, সংযুক্ত আরব আমিরাতের যৌথ বিবৃতি
গাজা ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যকর কোনো সমাধানে পৌঁছাতে ব্যর্থ হওয়ায় যৌথ বিবৃতি দিয়েছে চীন ও সংযুক্ত আরব আমিরাত।
মঙ্গলবার (৭ নভেম্বর) কাতার-ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, নিরাপত্তা পরিষদের বৈঠকে জাতিসংঘের প্রতিনিধিরা এ ইস্যুতে সমাধানে পৌঁছাতে ব্যর্থ হলে যৌথ বিবৃতি দেন দুই দেশের প্রতিনিধি।
চীনের রাষ্ট্রদূত ঝাং জুন সাংবাদিকদের বলেন, "আমরা জরুরি মানবিক যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছি। আমরা নিরাপত্তা পরিষদকে জরুরিভিত্তিতে কাজ করার এবং একটি অর্থবহ ও কার্যকরী রেজুলেশন গ্রহণের প্রয়োজনীয়তার ওপর জোর দিচ্ছি।"
যৌথ বিবৃতি অব্যাহত রেখে জাতিসংঘে সংযুক্ত আরব আমিরাতের প্রতিনিধি লানা জাকি নুসিবেহ বলেন, "আজ আমরা যেমনটি শুনেছি– গাজার বেসামরিক লোকেরা এখন হাসপাতাল, শরণার্থী শিবির, এমনকি জাতিসংঘ পরিচালিত সুবিধাগুলোতেও নিরাপত্তা খুঁজে পাচ্ছে না।"
"যুদ্ধেরও নিয়ম-কানুন আছে এবং সেগুলো অবশ্যই মেনে চলা উচিত," বলেন তিনি।
এদিকে, গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ১০,০০০ ছাড়িয়েছে। সোমবার (৬ নভেম্বর) হামাস সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ৭ অক্টোবর থেকে শুরু হওয়া এ সংঘাতে এখন পর্যন্ত ১০,০২২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই নিহতদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু।