তামিমকে নিয়ে করা প্রশ্নের জবাবে সাকিব বললেন- 'অপ্রাসঙ্গিক'
চলতি বিশ্বকাপে উদ্বোধনী জুটি মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের জন্য। প্রায় প্রতি ম্যাচেই পাওয়ার প্লে শেষ হওয়ার আগে ড্রেসিং রুমে ফিরেছেন ওপেনাররা। শুরুর এই ধাক্কা সামলাতে গিয়ে এর প্রভাব পড়ছে পরের ব্যটিং অর্ডারে।
তাই ঘুরে ফিরে তামিম ইকবালের অনুপস্থিতির কথা আসছেই। তবে টুর্নামেন্টে নিজেদের শেষ দিকে এসে এই বিষয়ে কিছু বলতে রাজি নন সাকিব আল হাসান।
শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ শেষে ভারতীয় এক সাংবাদিক তোলেন তামিম প্রসঙ্গ। তিনি প্রশ্ন করেন, বিশ্বকাপ দলে তামিম থাকলে উদ্বোধনী জুটিতে বাংলাদেশের অবস্থা ভিন্ন হতে পারত কিনা।
জবাবে সাকিব বলেন, 'আমি এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না। এই মুহূর্তে এটি আমার কাছে অপ্রাসঙ্গিক।' ফিটনেসে ঘাটতির কারণে টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তে বিশ্বকাপ দলে নেই তামিম, দল ঘোষণার সময় আনুষ্ঠানিক কারণ হিসেবে এটিই দেখিয়েছিলেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন।
তামিমের অনুপস্থিতিতে লিটন দাসের সঙ্গে ইনিংস সূচনার দায়িত্ব পান তানজিদ হাসান। ভারত ম্যাচ ছাড়া আর কোনো ম্যাচেই জ্বলে উঠতে পারেনি দুজনের উদ্বোধনী জুটি। ওই এক ম্যাচেই পাওয়ার প্লে জুড়ে ব্যাট করেন দুই ওপেনার। দুজন মিলে যোগ করেন ৯৩ রান। বাকি সাত ম্যাচে তাদের সর্বোচ্চ জুটি মাত্র ৩০ রানের।