কাল থেকে পেঁয়াজ, আলু, তেল, ডাল বিক্রি করবে টিসিবি
আগামীকাল (১৪ নভেম্বর) থেকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে ২৫ থেকে ৩০টি ট্রাকে রাষ্ট্রায়ত্ত ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর মাধ্যমে মশুর ডাল, সয়াবিন তেল, আলু ও পেঁয়াজ বিক্রি করা হবে।
প্রতি কেজি পেঁয়াজ ৫০ টাকায়, আলু ৩০ টাকায়, মশুর ডাল ৬০ টাকায় এবং প্রতি লিটার সয়াবিন তেল ১০০ টাকায় বিক্রি করা হবে।
আজ সচিবালয়ে এক ব্রিফিংয়ে বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ বলেন, "একেকজন ক্রেতা ২ কেজি মশুর ডাল, ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি আলু ও ২ কেজি পেঁয়াজ কিনতে পারবেন।"
তিনি জানান, প্রতিদিন ৯০০০ জন ভর্তুকি মূল্যে এই পণ্যগুলো কিনতে পারবে।