রাজধানীর শনির আখড়ায় বাসে আগুন
রাজধানীর শনির আখড়া মোড়ে ব্রিজের ওপর মৌমিতা পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়েছে। আজ (সোমবার) সন্ধ্যা ৬ টা ১৬ মিনিটে অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিরা বাসটিতে আগুন দেয়।
পোস্তগোলা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নেভাতে ঘটনাস্থলে উপস্থিত হয়।
ফায়ার সার্ভিসের তথ্যমতে, বিএনপি-জামায়াত ও সমমনা দলগুলোর টানা ৪৮ ঘণ্টার অবরোধের চতুর্থ দফায় মোট ১৪টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডের ঘটনাগুলোর মধ্যে আটটি রাজধানী ঢাকায়, তিনটি ঢাকা বিভাগে (সাভার, নারায়ণগঞ্জ ও ফরিদপুর) এবং বরিশাল, রাজশাহী ও রংপুরে একটি করে।
এদিকে আগামী বুধ ও বৃহস্পতিবার দেশব্যাপী ৪৮ ঘণ্টার নতুন করে অবরোধ ঘোষণা করেছে বিএনপি ও জামায়াতে ইসলামী।
আজ (সোমবার) বিকেলে এক ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, "আগামী বুধবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত পঞ্চম দফার অবরোধ কার্যকর থাকবে।"
গত ২৮ অক্টোবর থেকে দেশে রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে। বিএনপি ২৯ অক্টোবর দেশব্যাপী হরতাল ঘোষণা করে।
এরপর ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত তিনদিনের অবরোধ ঘোষণা করে। ফের ৫ থেকে ৬ নভেম্বর ঘোষণা করা হয় একই কর্মসূচি। আর ৯ নভেম্বর সকাল থেকে সারাদেশে সর্বশেষ ৪৮ ঘণ্টার অবরোধ পালন করে বিএনপি।