দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন: শনিবার থেকে মনোনয়ন ফরম বিক্রি করবে আওয়ামী লীগ
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য আগামী শনিবার (১৮ নভেম্বর) থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু করবে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।
আজ বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দলের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রার্থীরা সকাল ১০টা থেকে বিকেল ৪টার মধ্যে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারবেন। ফরম জমা দেওয়া যাবে আগামী ২১ নভেম্বর পর্যন্ত।
ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের আগ্রহী প্রার্থীদের জন্য কেন্দ্রীয় কার্যালয়ের দ্বিতীয় তলা থেকে মনোনয়নপত্র সংগ্রহ করতে হবে। রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের প্রার্থীদের মনোনয়ন ফরম বিতরণ করা হবে কার্যালয়ের তৃতীয় তলা থেকে।
কার্যালয়ের পৃথক কক্ষ থেকে মনোনয়ন ফরম বিতরণ করা হলেও– সব বিভাগের মনোনয়ন ফরম জমা নেওয়া হবে কার্যালয়ের নিচ তলায়।
দলের মনোনয়ন ফরম সংগ্রহে আগ্রহী প্রার্থীদের ব্যক্তিগতভাবে তাদের আবেদনপত্র সংগ্রহ এবং জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। তবে প্রার্থীর পক্ষে তার মনোনীত কোনো প্রতিনিধিও মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারবেন।
সুষ্ঠুভাবে ফরম জমা দেওয়ার প্রক্রিয়া নিশ্চিত করতে যেকোনো প্রকার বিশৃঙ্খলা থেকে বিরত থাকার জন্য প্রার্থীদের প্রতি আহ্বান জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
মনোনয়ন ফরম সংগ্রহের জন্য প্রার্থীদের তাদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সঙ্গে রাখতে হবে।
আগামী ৭ জানুয়াারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপি ও জামায়াতে ইসলামীসহ বিরোধী দলগুলোর তীব্র আপত্তির মধ্যে গতকাল বুধবার নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।
ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচন কমিশনে সব রাজনৈতিক দল ৩০ নভেম্বর পর্যন্ত মনোনয়নপত্র জমা দিতে পারবে।
১ থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র যাচাই-বাছাই করবে নির্বাচন কমিশন। মনোনয়নের বিরুদ্ধে আপিল ৬ থেকে ১৫ ডিসেম্বর এবং ১৭ ডিসেম্বরের মধ্যে মনোনয়ন প্রত্যাহার করা যাবে।
রাজনৈতিক দলগুলো ১৮ ডিসেম্বরের মধ্যে প্রতীক বণ্টন করতে পারবে এবং ওই দিন থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু হবে। ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত প্রার্থীরা প্রচারণা চালাতে পারবেন।