২০২৩ অর্থবছরে স্কয়ার হাসপাতালের আয় ৫৩৩ কোটি টাকা
ক্রমবর্ধমান রোগ, বিশেষ করে ডেঙ্গুর বিস্তারে রোগী বেড়ে যাওয়ায় স্কয়ার হাসপাতাল ২০২২-২৩ অর্থবছরে আগের বছরের তুলনায় ৬ শতাংশ বেশি আয় করেছে।
স্কয়ার হাসপাতাল স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একটি সহযোগী প্রতিষ্ঠান, যেখানে দেশের প্রধান ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানটি শেয়ারবাজারে তালিকাভুক্ত।
কোম্পানিটির আর্থিক বিবরণী অনুসারে, স্কয়ার হাসপাতাল গত অর্থবছরে ৫৩৩ কোটি টাকা আয় করেছে, যা ২০২১-২২ অর্থবছরে ৫০২ কোটি টাকা ছিল।
এর নিট মুনাফা আগের বছরের তুলনায় ১২ শতাংশ বেড়ে ৩৭ কোটি টাকা হয়েছে।
এছাড়া, স্কয়ার ফার্মা হাসপাতাল ব্যবসা থেকে চলতি বছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে আগের বছরের একই সময়ের তুলনায় ১৮ শতাংশ বেশি মুনাফা করেছে। এই সময় ফার্মা কোম্পানিটি হাসপাতাল থেকে ৫.৭৯ কোটি টাকা মুনাফা করেছে।
স্কয়ার ফার্মার চিফ ফিন্যান্সিয়াল অফিসার মুহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, ডেঙ্গু রোগ বৃদ্ধি এই উল্লেখযোগ্য রাজস্ব বৃদ্ধিতে উল্লেখযোগ্যভাবে অবদান রেখেছে।
এ বছর ডেঙ্গুতে বাংলাদেশে মৃতের সংখ্যা ১ হাজার ৫৪৯ জন।