শাহজাহান ওমরসহ ডজনেরও বেশি বিএনপি নেতা নির্বাচনে যাচ্ছেন
জামিনে কারাগার থেকে মুক্ত হওয়ার পরদিন আওয়ামী লীগে যোগ দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মুহাম্মদ শাহজাহান ওমর। নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে ঝালকাঠি-১ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনি।
গতকাল (বৃহস্পতিবার) সন্ধ্যায় রাজধানীর কারওয়ানবাজারের ইউটিসি ভবনে শাহজাহান ওমর নিজেই এসব তথ্য জানিয়েছেন।
শাহজাহান ওমর সাংবাদিকদের জানান, তিনি বিএনপি থেকে পদত্যাগ করেছেন। আওয়ামী লীগে যোগ দিয়েছেন।
তারপর গতকাল আওয়ামী লীগ শাহজাহান ওমরকে ঝালকাঠি-১ আসন থেকে দলীয় মনোনয়ন দিয়েছে। তিনি অনলাইনে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বর্তমান সরকারের অধীনে নির্বাচনে না যাওয়ার ঘোষণা দিলেও বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের এক ডজনেরও বেশি নেতা নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য মনোনয়ন ফরম কিনেছেন।
আওয়ামী লীগের নৌকার প্রতীকে নির্বাচনে যাওয়া, অনেকে বিএনপি ছেড়ে যোগ দিচ্ছেন বিএনএফ, বিএনএম, তৃণমূল বিএনপিসহ বিভিন্ন সংগঠনে। কোন কোন বিএনপি নেতারা স্বতন্ত্র প্রার্থীও হচ্ছেন।
কিছু নেতা ও আন্দোলন সঙ্গী দল নির্বাচনে যাওয়ায় চলমান আন্দোলনের 'ক্ষতি হবে না'- উল্লেখ্য করে বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, "জনগণ তাদের এ আচরণকে রাজনৈতিক অপরাধ হিসেবে গণ্য করবে। তারা যে ভুল করেছে, ভবিষ্যতে তা তারা বুঝতে পারবে।"
নজরুল ইসলাম খান বলেন, ''সরকার অনেক দিন ধরে কিছু নেতা ও যুগপৎ আন্দোলনের শরিকদের লোভ-ভীতি দেখিয়ে জোট ভাঙার চক্রান্ত করছে। যারা দুর্বল, লোভী, তারা এতে পরাজিত হয়। কিন্তু আন্দোলন এতে ক্ষতিগ্রস্ত হয় না।''
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, সরকার 'গোয়েন্দা সংস্থাগুলোকে' ব্যবহার করে বিএনপি এবং সমমনা দলগুলো থেকে লোক ভাগিয়ে নিচ্ছে। নতুন দল করে, জেতানোর আশ্বাস দিয়ে মনোনয়ন দিচ্ছে, টাকা-পয়সার লোভ দেখাচ্ছে।
ব্রাহ্মণবাড়িয়ায় বিস্ফোরক মামলায় জামিন পেয়েই স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন সংগ্রহ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা সৈয়দ এ কে একরামুজ্জামান। এদিকে জামিনের তিন ঘণ্টার মধ্যে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে নির্বাচনের জন্য রিটানিং কর্মকর্তার কার্যালয় থেকে একরামের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন এক ব্যক্তি।
পাঁচবারের মতো বিএনপি থেকে বহিষ্কার হওয়া সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামান কিশোরগঞ্জ-২ আসন থেকে নির্বাচন করতে চান। এরই মধ্যে তিনি মনোনয়নপত্রও কিনেছেন। এর আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি এ আসন থেকে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৫ আসনে বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান ও সাংবাদিক শওকত মাহমুদ নির্বাচন করবেন। স্বতন্ত্র প্রার্থী হিসাবে তিনি মনোনয়নপত্র কিনেছেন।
মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী উপজেলা) আসনে তৃণমূল বিএনপির মনোনয়ন ফরম কিনেছেন জুড়ী উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা আনোয়ার হোসেন ওরফে মঞ্জু। তিনি ছাত্রদলের উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক ছিলেন।
বিএনপির ঘাঁটি বগুড়ার অন্তত আরও তিন জন নেতা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। এদের মধ্যে রয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য ও সাবেক সংসদ সদস্য ডা. জিয়াউল হক মোল্লা, বগুড়া সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও শাজাহানপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সরকার বাদল এবং জেলা বিএনপির সাবেক মহিলা বিষয়ক সম্পাদক ও শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বিউটি বেগম।
বিএনপির এই চার নেতা লড়বেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়ার চারটি আসন থেকে। ইতিমধ্যে জিয়াউল হক মোল্লা বগুড়া-৪, মোহাম্মদ শোকরানা বগুড়া-১, সরকার বাদল বগুড়া-৭, বিউটি বেগম বগুড়া-২ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলে জানিয়েছেন।
বিএনপির বেশ কয়েকজন নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনে (বিএনএম) যোগ দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছেন। বিএনপি ছেড়ে আসা এসব নেতারা হলেন- ফরিদপুর-১ আসনের শাহ মোহাম্মদ আবু জাফর, বরগুনা-২ আসনের অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রহমান, সুনামগঞ্জ-৪ আসনের শাসমুর সালেহীন, ঝিনাইদহ-১ আসনের মোহাম্মদ আব্দুল ওহাব।
প্রয়াত নাজমুল হুদার দল তৃণমূল বিএনপিতে যোগ দিয়ে বিএনপির সাবেক দুই নেতা তৈমুর আলম খন্দকার ও শমশের মবিন চৌধুরীও নির্বাচন করছেন।
সর্বশেষ গত মঙ্গলবার বিকালে জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও বিএনপির সদস্য বেবী নাজনীন যোগ দিয়েছেন বিএনএম'তে।
বিএনপির জোট সঙ্গী বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সৈয়দ মুহাম্মদ ইবরাহিমও নির্বাচনে অংশ নিচ্ছেন। ইতিমধ্যে ইবরাহিম ঢাকার দুটি ও কক্সবাজারের একটি আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।