কক্সবাজারে বাসচাপায় ভাই-বোনের মৃত্যু
কক্সবাজারের চকরিয়ায় বাসচাপায় ভাই-বোনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকাল ৮টায় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ার মালুমঘাটে এ ঘটনা ঘটে।
নিহতরা হল আব্দুর রহমান (৮) ও সাবা (৬)। দুইজনই মালুমঘাট এলাকার বাসিন্দা।
মালুমঘাট হাইওয়ে পুলিশের ইনর্চাজ ইকবাল বাহার বলেন, 'শ্যামলী পরিবহন' এর একটি বাসের চাপায় আব্দুর রহমান ও সাবার মৃত্যু হয়েছে।
তিনি বলেন, "তারা রাস্তা পার হচ্ছিলো নাকি রাস্তার পাশে ছিল তা জানা যায়নি।"
বাস ও চালককে আটকে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, "বাস চাপার পর ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। অপরজনকে নিকটস্থ মালুমঘাট খ্রীষ্টান মেমোরিয়াল হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয়।"
এ ব্যাপারে সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
ইকবাল বাহার আরও জানান, "দুর্ঘটনার পর সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত সাধারণ মানুষ বিক্ষোভ শুরু করে। যার কারণে ঘণ্টাখানেক এখানে যানজট লেগে ছিল।"
বর্তমানে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।