আশুলিয়ায় যাত্রীবাহী বাসে আগুন
ঢাকার আশুলিয়ার কবিরপুর এলাকায় 'ইতিহাস পরিবহনের' একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।
সোমবার (১১ ডিসেম্বর) রাত সাড়ে ৭টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের কবিরপুর এলাকায় বাসে আগুন দেওয়ার এ ঘটনা ঘটে।
খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে বাসের আগুন নিয়ন্ত্রণে আনে। তবে সাথে সাথেই যাত্রীরা নেমে পড়ায়, আগুনে কেউ হতাহত হয়নি।
খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে বাসের আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিসংযোগের বিষয়টি নিশ্চিত করে গাজীপুরের নওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাত হোসেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ড'কে বলেন, "আজ সন্ধ্যায় মিরপুর রুটে চলাচলকারী ইতিহাস পরিবহনের একটি বাস চন্দ্রা থেকে যাত্রী নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল। পথে বাসটি কবিরপুর এলাকায় পৌছালে বাসের পিছনের দিকে আগুন দেখে বাসের চালক দ্রুত বাস থামিয়ে ফেললে যাত্রীরা নেমে পড়েন।
"ধারণা করা হচ্ছে, যাত্রীবেশে দুর্বৃত্তরা বাসটিতে উঠে বাসের পিছনের দিকে সিটে আগুন দিয়ে নেমে যায়"- যোগ করেন ওসি।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের উপ-সহকারী পরিচালক (জোন-৪) মো. আলাউদ্দিন টিবিএস'কে বলেন, "খবর পেয়ে দমকলের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে বাসের আগুন নিয়ন্ত্রণে এনেছে, এঘটনায় কোন হতাহতের খবর পাইনি।"