রাজধানীর শাহবাগে যাত্রীবাহী বাসে আগুন
বুধবার (১৩ ডিসেম্বর) দুপুর ২টা ৩৪ মিনিটে ঢাকার শহবাগ মোড়ে বঙ্গবন্ধু এয়ারপোর্ট পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস।
রাজধানীর শহবাগে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ক্ষুদে বার্তায় জানানো হয়, আজ বুধবার (১৩ ডিসেম্বর) দুপুর ২টা ৩৪ মিনিটে ঢাকার শহবাগ মোড়ে বঙ্গবন্ধু এয়ারপোর্ট পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস।
খবর পেয়ে ২টা ৪২ মিনিটে পলাশী ব্যারাক ফায়ার স্টেশনের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ প্রটেকশনে তারা আগুন নিয়ন্ত্রণের কাজ করছে।
এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।