আমানতের সুদহার সীমা তুলে নিল বাংলাদেশ ব্যাংক
তিন মাস মেয়াদি আমানত সংগ্রহের ক্ষেত্রে সুদহারের সর্বনিম্ন সীমা তুলে নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে ব্যাংকগুলো নিজেদের পছন্দ অনুযায়ী আমানতের সুদহার নির্ধারণ করতে পারবে, যার মধ্যে দিয়ে এটিকে বাজার-ভিত্তিক করাও হলো।
১২ ডিসেম্বর কেন্দ্রীয় ব্যাংকের 'ব্যাংকিং প্রবিধি ও নীতি' বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেয়া হয়, আজ মঙ্গলবার (১৩ ডিসেম্বর) এটি প্রকাশ করা হয়েছে।
এর আগে ঋণের সুদহারকে বাজার-ভিত্তিক করে বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো প্রকাশিত প্রতি মাসের মূল্যস্ফীতি হারের চেয়ে আমানতের সুদহার যেন কম না হয়– কেন্দ্রীয় ব্যাংক সকল তফসিলি ব্যাংককে সে নির্দেশনাও দিয়েছে।
ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ (২০১৩ পর্যন্ত সংশোধিত) এর আওতায় নিবন্ধিত সব ব্যাংকই হচ্ছে তফসিলি ব্যাংক।
ব্যাংকগুলো তাঁদের সব ধরনের মেয়াদি আমানত বা এ ধরনের তহবিল যেমন- সরকারি বা বেসরকারি মালিকানাধীন প্রতিষ্ঠানের প্রভিডেন্ট ফান্ডে তাঁদের পছন্দ অনুযায়ী সুদ দিতে পারবে।
দেশের ব্যাংকিং খাতে তারল্য ও আমানত সংকটের মধ্যে এই পরিবর্তনকে স্বাগত জানিয়েছেন ব্যাংকাররা। তাঁরা বলেছেন, আমানতের সুদহার বাজার-ভিত্তিক করায় ব্যাংকখাতে এখন আরও বেশি প্রতিযোগিতা হবে।