ইসির আপিল শুনানির চতুর্থ দিনে প্রার্থিতা ফিরে পেলেন ৪৫ জন
আপিল শুনানির চতুর্থ দিনে ৪৫ জন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। মনোনয়নপত্র বাতিলের রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে তাঁরা ইসিতে আপিল করেছিলেন। এনিয়ে চারদিনে মোট ২১৩ জন প্রার্থিতা ফিরে পেলেন।
আজ বুধবার (১৩ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আপিল শুনানি অনুষ্ঠিত হয়।
ইসির আইন শাখার কর্মকর্তারা জানিয়েছেন, চতুর্থ দিনে মোট ৯৯ জনের আপিল শুনানি করেছে ইসি। এর মধ্যে প্রার্থিতা ফিরে পেয়েছেন ৪৫ জন, বাতিল হয়েছে ৫২ জনের এবং ২ জন আপিলকারীর বিষয়ে সিদ্ধান্ত হয়নি।
এর আগে তৃতীয় দিনে ৬১, দ্বিতীয় দিনে ৫১ এবং প্রথম দিনে ৫৬ জনের প্রার্থিতা ফিরিয়ে দেয় ইসি।
গত ১৫ নভেম্বর ২০২৪ সালের ৭ জানুয়ারি ভোটের দিন রেখে নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
নির্বাচনে অংশ নিতে ৩০০ সংসদীয় আসনে মোট ২ হাজার ৭১৬টি মনোনয়নপত্র জমা পড়ে। মনোনয়ন যাচাই-বাছাইকালে ৭৩১টি মনোনয়নপত্র বাতিল করা হয়। এরমধ্যে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে ৫৫৮টি আপিল করা হয়।