সাড়ে ৯ মাস বন্ধ থাকার পর আশুগঞ্জ সার কারখানার উৎপাদন ফের শুরু
ওভারহোলিং ও গ্যাস সংকটের কারণে সাড়ে ৯ মাস বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানার উৎপাদন আবারও শুরু হয়েছে।
গতকাল শুক্রবার (১৫ ডিসেম্বর) রাত সাড়ে ৮টায় কারাখানাটিতে ইউরিয়া সার উৎপাদন শুরু হয়। উৎপাদন বন্ধ থাকাকালীয় প্রতিদিন অন্তত ১১শ মেট্রিক টন সার উৎপাদন ব্যাহত হয়েছে বলে কারখানা সংশ্লিষ্টরা জানিয়েছেন।
সংশ্লিষ্টরা জানান, বার্ষিক ওভারহোলিংয়ের জন্য গত ১ মার্চ থেকে কারখানার উৎপাদন বন্ধ রাখা হয়। এ কাজ শেষ করে গত ২০ মে থেকে কারখানাটি উৎপাদনে ফেরার কথা ছিল। তবে চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহ না থাকায় ওভারহোলিং শেষ করেও সার উৎপাদন শুরু করা যায়নি।
আশুগঞ্জ সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক সুনীল চন্দ্র দাস সাংবাদিকদের জানান, সব জটিলতা কাটিয়ে সার উৎপাদন শুরু হয়েছে। তবে দৈনিক কী পরিমাণ সার উৎপাদন হবে তা এখনই বলা যাচ্ছে না। দীর্ঘদিন বন্ধ থাকায় কোনো যন্ত্রাংশে নতুন করে ত্রুটি দেখা দিয়েছে কিনা- সেটিও খতিয়ে দেখা হচ্ছে।