প্রায় আড়াই কোটি টাকায় ধোনির চেন্নাইয়ে মুস্তাফিজ
২০২৪ সালের আইপিএলে নতুন দলে খেলবেন মুস্তাফিজুর রহমান। নিলামে তাকে দুই কোটি রূপিতে কিনে নিয়েছে চেন্নাই সুপার কিংস, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় দুই কোটি ৬৪ লাখ টাকা। আগের বারের আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছেন বাংলাদেশের এই বাঁহাতি পেসার।
২০২৪ এর আইপিএলে একমাত্র বাংলাদেশি হিসেবে থাকছেন মুস্তাফিজ। নিয়মিত মুখ সাকিব আল হাসান এবার নাম দেননি নিলামে। নাম দিয়েও প্রত্যাহার করে নিয়েছেন তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।
নিজের ভিত্তিমুল্য ২ কোটি রূপিতেই দল পেয়েছেন মুস্তাফিজ। চেন্নাই ছাড়া আর কেউ দাম হাঁকায়নি তার জন্য।
মোট ছয় বাংলাদেশি খেলোয়াড় নাম দিয়েছিলেন আইপিএল নিলামে, যার মধ্যে তাসকিন ও শরিফুল নাম তুলে নেওয়ায় বাকি ছিলেন মুস্তাফিজুর রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ ও হাসান মাহমুদ। কেবল মুস্তাফিজুর রহমানই দল পেলেন।
এর আগে আইপিএলে আরও চারটি দলে খেলেছেন মুস্তাফিজ। সানরাইজার্স হায়দ্রাবাদ দিয়ে শুরু হয় তার আইপিএল যাত্রা, এরপর একে একে মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস ও এবার চেন্নাই সুপার কিংস নিয়ে মোট পাঁচটি দলে খেলার অভিজ্ঞতা হতে যাচ্ছে বাঁহাতি এই পেসারের।