ব্যাঙ্কসি যুদ্ধবিরোধী শিল্পকর্ম অনলাইনে প্রকাশের এক ঘণ্টারও কম সময়ে রাস্তা থেকে উধাও!
গত শুক্রবার শিল্পী ব্যাঙ্কসির যুদ্ধ বন্ধের আহ্বানের আদলে তৈরি করা একটি শিল্পকর্ম দক্ষিণ-পূর্ব লন্ডনের পেকহামের একটি রাস্তায় প্রদর্শন করা হয়েছিল। এটি স্থাপনের পর শিল্পী নিজেই সোশ্যাল মিডিয়ায় সেটির ছবি পোস্ট করেছিলেন।
তবে ব্যাঙ্কসির ঐ পোস্টের এক ঘণ্টারও কম সময়ের মধ্যে উধাও হয়ে যায় শিল্পকর্মটি। এটি ছিল মূলত একটি রোড সাইন। যেখানে একটি লাল রঙের স্টপ সাইনের ভেতর তিনটি মিলিটারি ড্রোনের ছবি ছিল।
ঐ ঘটনার ভিডিও ও ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। তারই সূত্র ধরে পুলিশ ঘটনাটির পেছনে সন্দেহভাজন হিসেবে একজনকে আটক করেছে।
আটককৃত সন্দেহভাজন ব্যক্তিটিকে বর্তমানে কাস্টডিতে রাখা হয়েছে। ঘটনাটি নিয়ে এখনো তদন্ত চলছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
অফিসারদের পক্ষ থেকে বলা হয়, জায়গাটিতে নতুন করে ট্র্যাফিক সাইন বসানো হয়েছে। যাতে করে পথচারীদের চলাচলে অসুবিধার সৃষ্টি না হয়।
পুলিশের পক্ষ থেকে বলা হয়, "সাইনটি সরিয়ে ফেলার যে ফুটেজটি ছড়িয়ে পড়েছে আমরা সে সম্পর্কে অবগত আছি। ঘটনা বা শিল্পকর্মের অবস্থান সম্পর্কে কারো কাছে কোনো তথ্য থাকলে আমাদের জানানোর অনুরোধ করছি।"
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একজন ব্যক্তি বোল্ট কাটার ব্যবহার করে শিল্পকর্মটি কাটছেন। এরপর সেটিকে পোস্ট থেকে বিছিন্ন করে পালিয়ে যাচ্ছেন।
এদিকে গতকাল (শনিবার) বিকেলে এক স্থানীয় শিল্পী ব্যাঙ্কসির অনুরূপ একটি শিল্পকর্ম তৈরি করে একই পোস্টে স্থাপন করেছেন। বিবিসিকে তিনি বলেন, এই শিল্পকর্মটি সকলের জন্য।
সোশ্যাল মিডিয়ায় ব্যাঙ্কসির ভক্তরা শিল্পকর্মটিকে গাজায় চলমান যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদ এবং যুদ্ধবিরতির আহ্বান হিসেবেই দেখছেন।
এক গ্যালারি মালিক জানান, শিল্পকর্মটি বাজারমূল্য বেশ চড়া। এটি প্রায় ৬ লাখ ৩৫ হাজার মার্কিন ডলারে বিক্রি হতে পারে।
এদিকে সাউথওয়ার্ক কাউন্সিলের ডেপুটি লিডার জেসমিন আলী আশ্বস্ত করেন যে, ঘটনাটি নিয়ে পুলিশ গুরুত্ব সহকারে কাজ করছে। একইসাথে শিল্পকর্মটি উদ্ধার করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
জেসমিন আলী বলেন, "আমরা এখানে শুধু একটি রোড সাইনের কথা বলছি না। এটি ছিল একটি শিল্পকর্ম যা সকলের জন্য সেখানে রাখা হয়েছিল। এটি একটি স্ট্রিট আর্ট এবং এটি মানুষের জন্য।"