বরিশালে শেখ হাসিনার নির্বাচনি জনসভা শুরু
বরিশালে শুরু হয়েছে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনি জনসভা।
শুক্রবার (২৯ ডিসেম্বর) বেলা পৌনে একটায় পবিত্র ধর্মগ্রন্থগুলো থেকে পাঠের মধ্যে দিয়ে আনুষ্ঠানিকভাবে আলোচনাসভা শুরু হয়।
বিকেল ৩টায় বঙ্গবন্ধু উদ্যানের জনসভাস্থলে প্রধানমন্ত্রীর পৌঁছানোর কথা রয়েছে। সেখানে তিনি বরিশালবাসীর উদ্দেশে ভাষণ দেবেন।
বেলা ১১টার দিকে প্রধানমন্ত্রী ঢাকা থেকে যাত্রা করেছেন বলে জানিয়েছেন তার প্রেস সচিব।
বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহর সভাপতিত্বে আলোচনা সভায় প্রথম বক্তব্য দেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান। এছাড়া জেলা-উপজেলার নেতৃবৃন্দ বক্তব্য দিচ্ছেন। সভামঞ্চে ইতোমধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা উপস্থিত হয়েছেন।
এদিকে শেখ হাসিনাকে একনজর দেখার জন্য সকাল ৯টা থেকে বিভাগের বিভিন্ন জেলা-উপজেলা থেকে মিছিল নিয়ে হাজার-হাজার নেতাকর্মী সভাস্থলে উপস্থিত হতে শুরু করেন।
এর আগে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি শেখ হাসিনা বঙ্গবন্ধু উদ্যানে এক জনসভায় যোগ দেন।