করোনাভাইরাসে আক্রান্ত রেজওয়ানা চৌধুরী বন্যা
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন দেশের বিখ্যাত রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। তবে শারীরিক ভাবে সুস্থ রয়েছেন বলে তিনি নিজেই জানিয়েছেন। ১২ দিন আগে করা করোনা টেস্টে পজিটিভ আসার পর বাড়িতেই চিকিৎসাধীন রয়েছেন তিনি। তবে কী ভাবে সংক্রমণ হয়েছে সঙ্গীতশিল্পীর, তা নিয়ে এখনও নিশ্চিত নন তিনি বা তার পরিবার।
দেশের একটি বহুল প্রচারিত সংবাদ মাধ্যমকে তিনি বলেন, ''গত ১০ জুন আমি করোনা পরীক্ষা করিয়েছিলাম। ১২ জুন সেই পরীক্ষার রিপোর্ট 'পজিটিভ' আসে। এখন শারীরিক অবস্থা খুব ভাল। আগামী মঙ্গলবার আবার টেস্ট করবেন চিকিৎসকরা। আশা করি, এবার করোনা 'নেগেটিভ' আসবে।''
সঙ্গীতে অবদানের জন্য বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক সম্মান 'স্বাধীনতা পুরস্কার' পেয়েছেন রেজওয়ানা। শুধু বাংলাদেশেই নয়, পশ্চিমবঙ্গেও তিনি সমান জনপ্রিয়। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের 'বঙ্গভূষণ' পুরস্কারে সম্মানিত হয়েছেন।
বর্তমানে রেজওয়ানা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের চেয়ারপারসনের দায়িত্বে রয়েছেন। এছাড়াও তার রবীন্দ্রসংগীত শিক্ষা প্রতিষ্ঠান 'সুরের ধারা' বাংলাদেশের প্রসিদ্ধ সংগীত প্রতিষ্ঠান।