দেশের মানুষ নির্বাচন নিয়ে আস্থাহীনতায় আছে: জি এম কাদের
জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, দেশের মানুষ নির্বাচন নিয়ে আস্থাহীনতায় আছে। "আওয়ামী লীগ অন্যায়ভাবে সব কেন্দ্র দখল করে নেবে কি না– এনিয়ে ভোটাররা এখনো শঙ্কায় আছে।"
আজ বৃহস্পতিবার (৪ জানুয়ারি) রংপুর নগরীর সেনপাড়ার স্কাইভিউ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জিএম কাদের এসব কথা বলেন।
তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু না হলে চলমান সংকট ঘনীভূত হবে। দেশে বড় ধরনের সমস্যা তৈরি হতে পারে। নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত ভালো আছে। "তবে ভোটাররা কেন্দ্রে আসবেন কিনা বা ভোট দিতে পারবেন কিনা– আর ভোট দিলেও সঠিকভাবে গণনা করে ফলাফল সুষ্ঠু হবে কিনা তা নিয়ে সংশয় আছে।"
রংপুরে ভোটের পরিবেশ নিয়ে জিএম কাদের বলেন, এখানে এখনো ভোটের পরিবেশ ভালো আছে। কিন্তু শেষপর্যন্ত কী হয়– সেটা দেখার পালা। সব উপেক্ষা করে জাপার প্রার্থীরা মাঠে সরব আছে এবং থাকবে। সব জায়গায় ফ্ল্যাগ তুলে রাখতে এবার অধিকাংশ আসনে প্রার্থী দিয়েছে জাতীয় পার্টি।
নির্বাচনের সুষ্ঠু পরিবেশ না থাকা এবং দলের নেতৃত্বের ওপর দোষ দিয়ে জাতীয় পার্টির প্রায় এক ডজন প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়ার পরে, ভোটারদের মনোভাব সম্পর্কে এসব কথা বলেছেন দলের চেয়ারম্যান।