সরকার যা ইচ্ছা তা করছে: জিএম কাদের
সরকার যা ইচ্ছা তা করছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের।
তিনি বলেন, যে নির্বাচন হয়েছে সেখানে জাপার কোনো সিট পাওয়ারই কথা ছিল না। সেখানে যে কয়েকটা পাওয়া গেছে, তার মানে আমাদের অস্তিত্ব আছে। প্রমাণ হলো আমরা যারিয়ে যাইনি। তবে সঠিক নির্বাচন হলে অনেক বেশি সিট পাওয়ার কথা ছিল।
মঙ্গলবার রংপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন জাপা চেয়ারম্যান কাদের।
জিএম কাদের বলেন, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আওয়ামী লীগ যদি ক্ষমতা ছেড়ে দেয়, প্রশাসন ঢেলে সাজায় এবং সংসদ ভেঙে দিয়ে নির্বাচন করে, দেখবেন আওয়ামী লীগ কয়টি আসন পায়।
তিনি বলেন, আমরা আমাদের জনগণের পাশে ছিলাম। সরকার জনগণের সঙ্গে থাকায় আমরাও তার সঙ্গে ছিলাম। এখন আমরা মনে করি না সরকার জনগণের পাশে আছে। তাই আমরাও সরকারের সঙ্গে নেই।
তিনি আরও বলেন, দীর্ঘদিন থেকে আমাদের দলে যত ধরনের সমস্যার সৃষ্টি করা, দলীয় কোন্দল সৃষ্টি করা; সব আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা আমাদের ভিতরে ঢুকে করেছে। আমাদের দুর্বল করার চেষ্টা করেছে তারা। কিন্তু আমি এবার নির্বাচনে এসে দেখলাম, জাপা মোটেই দুর্বল নয়।