করোনার উপসর্গ নিয়ে ব্যাংক ও পুলিশ কর্মকর্তার মৃত্যু
করোনাভাইরাসের উপসর্গ নিয়ে চট্টগ্রামে আবু রায়হান (৩৪) নামে ইউনিয়ন ব্যাংকের এক কর্মকর্তার মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে নগরীর আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি নগরীর বন্দরটিলা শাখায় কর্মরত ছিলেন।
এ ছাড়া জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে রাজধানীর রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) উপ-সহকারী পরিদর্শক হাবিবুর রহমানের (৫৩) মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় মারা যান তিনি। বুধবার সকাল ৯ টায় হাবিবুর রহমানের নিজ গ্রামের বাড়িতে লাশ দাফন করা হয়।
চট্টগ্রামে করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া আবু রায়হান জেলার পটিয়া উপজেলার কোলাগাঁও ইউনিয়নের মোহাম্মদ নগর এলাকার মো. ইউসুফের ছেলে। তার দুই বছরের একটি কন্যা শিশু রয়েছে।
আবু রায়হানের চাচা মো. মোক্তার বলেন, তার শ্বাসকষ্টজনিত সমস্যা ছিল। এ জন্য তাকে নগরীর ডেলটা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওইখানে আটদিন পর শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে দুই দিন পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
অন্যদিকে, এএসআই হাবিবুর রহমান বরিশাল মেট্রোপলিটনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (উত্তর) অফিসে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠি গ্রামে। তিনি ১৯৮৯ সালে পুলিশ বাহিনীতে যোগদান করেন। হাবিবুর রহমান এক ছেলে ও এক মেয়ের জনক।
বরিশাল মেট্রোপলিটনের উপপুলিশ কমিশনার (উত্তর) খায়রুল আলম জানান, এএসআই হাবিবুর রহমান জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে গত ১৬ জুন বরিশাল পুলিশ লাইন্স হাসপাতালে ভর্তি হন। সেখানে তার স্বাস্থ্যের অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হয়।
তিনি আরও বলেন, ''১৭ জুন তাকে রাজারবাগ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে হাবিবুর রহমান সেখানেই চিকিৎসাধীন ছিলেন। আগে থেকেই তিনি ডায়াবেটিস ও হেপাটাইটিস 'বি' এর মতো সংক্রামক ব্যাধিতে ভুগছিলেন।''