আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে বাংলাদেশের নাহিদা
বাংলাদেশের প্রথম নারী ক্রিকেটার হিসেবে কিছুদিন আগে আইসিসির মাসসেরার পুরস্কার জেতেন নাহিদা আক্তার। নভেম্বর মাসে বল হাতে অসাধারণ পারফরম্যান্স করা বাঁহাতি এই স্পিনার নির্বাচিত হন 'প্লেয়ার অব দ্য মান্থ'। এবার বছরজুড়ে আলো ছড়িয়ে আসার স্বীকৃতি পেলেন তিনি। আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে জায়গা হয়েছে নাহিদার।
বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে নারীদের বর্ষসেরা ওয়ানডে দলে জায়গা হলো তার। এরআগে ২০১৮ সালে আইসিসি বর্ষসেরা টি-টোয়েন্টি দলে জায়গা পেয়েছিলেন অভিজ্ঞ অলরাউন্ডার রুমানা আহমেদ।
মঙ্গলবার বর্সষেরা ওয়ানডে দল ঘোষণা করেছে আইসিসি। এই দলে সর্বোচ্চ পাঁচজন ক্রিকেটারের জায়গা হয়েছে অস্ট্রেলিয়া থেকে। নিউজিল্যান্ডের দুজন ক্রিকেটার জায়গা পেয়েছেন। এ ছাড়া বাংলাদেশ, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড থেকে একজন করে আছেন।
গত বছর বল হাতে দুর্বার সময় কাটে নাহিদার। ১১ ওয়ানডেতে ২০ উইকেট নেন তিনি, যা নারী ক্রিকেটে বছরের দ্বিতীয় সর্বোচ্চ। অস্ট্রেলিয়ার অফ স্পিনার অ্যাশলি গার্ডনার কেবল তার সামনে ছিলেন, গার্ডনার ১৩ ম্যাচে নেন ২৪ উইকেট।
দারুণ ছন্দে বছর শুরু করা নাহিদা ওয়ানডেতে তার সেরা পারফরম্যান্স করেন গত নভেম্বরে। পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ জয়ে বল হাতে ত্রাতার ভূমিকা ছিলেন তিনি, হন সিরিজ সেরা। প্রথম ও শেষ ওয়ানডেতে ৩টি করে উইকেট নেন নাহিদা।
দ্বিতীয় ওয়ানডে টাই হলে সুপার ওভারে বাজিমাত করেন বাংলাদেশের এই স্পিনার। ৭ রান খরচায় ২ উইকেট নেন নাহিদা, তার বোলিংয়েই ম্যাচ জেতে বাংলাদেশ। এই সিরিজের পারফরম্যান্স দিয়ে মাসসেরার পুরস্কার জেতেন তিনি, এবার আরও বড় স্বীকৃতি মিললো তার।
পুরুষ-নারী মিলিয়ে এবার পাঁচটি বর্ষসেরা দল ঘোষণা করেছে আইসিসি। এই পাঁচ দলে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি নাহিদা। ছেলেদের দলে জায়গা পাননি বাংলাদেশের কেউ-ই।
আইসিসি বর্ষসেরা ওয়ানডে নারী দল: ফোবি লিচফিল্ড (অস্ট্রেলিয়া), চামারি আতাপাত্তু (শ্রীলঙ্কা) (অধিনায়ক), এলিস পেরি (অস্ট্রেলিয়া), অ্যামেলিয়া কার (নিউ জিল্যান্ড), বেথ মুনি (অস্ট্রেলিয়া) (উইকেটকিপার), ন্যাট সিভার-ব্রান্ট (ইংল্যান্ড), অ্যাশলি গার্ডনার (অস্ট্রেলিয়া), অ্যানাবেল সাদারল্যান্ড (অস্ট্রেলিয়া), ন্যাডিন ডি ক্লার্ক (দক্ষিণ আফ্রিকা), লিয়া তাহুহু (নিউ জিল্যান্ড), নাহিদা আক্তার (বাংলাদেশ)।