বুড়িগঙ্গায় ৫০ যাত্রী নিয়ে লঞ্চডুবি
সোমবার সকাল ১০টায় এ ঘটনা ঘটে বলে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে নিশ্চিত করেছেন ঢাকা জেলা নৌ পুলিশের সহকারী পুলিশ সুপার আনিসুর রহমান।
রাজধানীর ফরাশগঞ্জ-শ্যামবাজার এলাকা সংলগ্ন বুড়িগঙ্গা নদীতে অন্য লঞ্চের ধাক্কায় ৫০ জন যাত্রী নিয়ে এমভি রিশান নামে একটি লঞ্চ ডুবে গেছে।
সোমবার সকাল ১০টায় এ ঘটনা ঘটে বলে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে নিশ্চিত করেন ঢাকা জেলা নৌ পুলিশের সহকারী পুলিশ সুপার আনিসুর রহমান।
তিনি জানান, দুর্ঘটনায় হতাহতের সংখ্যা এখন পর্যন্ত জানা যায়নি।
ডুবে যাওয়া যাত্রীদের উদ্ধারে অংশ নিতে নারায়ণগঞ্জ থেকে বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ রওনা দিয়েছে। তবে এখন পর্যন্ত কোনো যাত্রীকে উদ্ধারের খবর পাওয়া যায়নি।