ইউনেস্কোর 'সবার জন্য শিক্ষা' কার্যক্রমের শুভেচ্ছাদূত হলেন ভিনিসিয়ুস
বর্ণবাদের বিরুদ্ধে সোচ্চার লড়াই চালিয়ে যাচ্ছেন ভিনিসিয়ুস জুনিয়র। রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড এবার ইউনেস্কোর শুভেচ্ছাদূত নির্বাচিত হয়েছে। রিয়ালের অনুশীলন কেন্দ্রে একটি অনুষ্ঠানে ভিনিসিয়ুসকে শুভেচ্ছাদূতের দায়িত্ব দিয়েছে ইউনেস্কো।
দ্বিতীয় ব্রাজিলিয়ান ফুটবলার হিসেবে ইউনেস্কোর শুভেচ্ছাদূত হয়েছেন ভিনিসিয়ুস। প্রথমজন ছিলেন 'কালোমানিক' খ্যাত প্রয়াত কিংবদন্তি পেলে।
ইউনেস্কোর 'সবার জন্য শিক্ষা' কার্যক্রমের শুভেচ্ছাদূত নির্বাচিত হয়েছেন ভিনিসিয়ুস। তাকে এই দায়িত্ব দিয়ে উচ্ছ্বসিত ইউনেস্কো। এক বিবৃতিতে সংস্থাটির মহাপরিচালক অদ্রে আজুলে বলেছেন, 'ভিনিসিয়ুস শুধুমাত্র একজন দুর্দান্ত ফুটবলারই নন, অল্প বয়স থেকেই তিনি ব্রাজিলে শিক্ষার মাধ্যমে সবার জন্য সমান অধিকার প্রতিষ্ঠা করার কাজ করে যাচ্ছেন।'
বিবৃতিতে আরও বলা হয়, 'তিনি একটি পুরো প্রজন্মের কাছে অনুসরণযোগ্য একজন ব্যক্তি, ইউনেস্কো তাকে শুভেচ্ছাদূত করতে পেরে সম্মানিত বোধ করছে।' ২৩ বছর বয়সী ভিনিসিয়ুস ২০২১ সালে ব্রাজিলে ভিনিসিয়ুস ইনস্টিটিউট নামে একটি প্রতিষ্ঠান তৈরি করেন, যেখানে পিছিয়ে পরা ব্রাজিলের তরুণ জনগোষ্ঠী শিক্ষালাভ করতে পারবে।
ইউনেস্কোর শুভেচ্ছাদূত হওয়ার পর এই রিয়াল মাদ্রিদ তারকা বলেন, '১৯ বছর বয়স পর্যন্ত আমি শিক্ষালাভের জন্য সংগ্রাম করেছি। গত কয়েক বছরে আমি নিজের উৎস তৈরি করতে পেরেছি এবং ব্রাজিলে আমার প্রতিষ্ঠানটি দিনদিন উন্নতি করছে। ইউনেস্কোর প্রভাবকে কাজে লাগিয়ে আমরা সারাবিশ্বে আমাদের ছাপ রাখতে চলেছি।'