২০২৪ গ্র্যামি পুরস্কারের তারাই সেরা: টেইলর সুইফট, মাইলি সাইরাস, বিলি আইলিশ…
এই বছরের গ্র্যামি পুরষ্কারে টেইলর সুইফটই প্রথম শিল্পী যিনি মোট চারবার বছরের সেরা অ্যালবামের পুরস্কার জিতেছেন। টেইলর এর আগে স্টিভি ওয়ান্ডার, পল সাইমন এবং ফ্রাঙ্ক সিনাত্রার মত তিনটি সেরা অ্যালবামের পুরস্কার জিতেছিলেন।
তিনি আরেক বিখ্যাত কানাডীয় শিল্পী সেলিন দিয়ঁর কাছে থেকে পুরস্কারটি গ্রহণ করেছেন।
রবিবার (৪ ফেব্রুয়ারি) এই অনুষ্ঠানে মাইলি সাইরাস এবং বিলি আইলিশ অন্যান্য শীর্ষ পুরস্কার গ্রহণ করেন।
বার্বি সিনেমার "হোয়াট ওয়াজ আই মেইড ফর" গানটির জন্য বছরের সেরা গানের গ্র্যামি জিতেছেন বিলি আইলিশ। টেইলর সুইফট, লানা ডেল রে, এসজেডএ এবং বার্বি সিনেমার আরেকটি গানের জন্য মনোয়ন পাওয়া ডুয়া লিপাকে পিছনে ফেলে তিনি এই পুরস্কার জিতেছেন।
পুরস্কার গ্রহণের সময় তিনি বলেন, "মনোনীত তালিকার প্রত্যেকেই মানুষ হিসেবে অবিশ্বাস্য, চমৎকার শিল্পী এবং অসাধারণ সংগীতশিল্পী। আমি খুবই আনন্দিত বোধ করছি।"
হোয়াট ওয়াজ আই মেইড ফর গানটি ভিজ্যুয়াল মিডিয়ার জন্য রচিত সেরা গানের শিরোপাও জিতেছে।
রবিবার সন্ধ্যায় বছরের সেরা রেকর্ডের জন্য গ্র্যামি জিতে নেন মাইলি সাইরাস। তার "ফ্লাওয়ার্স" গানের জন্য প্রথমবারের মত তিনি এই পুরস্কার জিতেছেন।
"পদম পদম" গানের জন্য 'সেরা পপ ড্যান্স রেকর্ডিং'-এর পুরস্কার জিতেছেন কাইলি মিনোগ। গানটি গত বছর বিশ্বব্যাপী ভাইরাল হয়ে ব্যাপক সাড়া ফেলেছিলো।
প্রথম গ্র্যামি পুরস্কার জেতার ২০ বছর পরে দ্বিতীয়বারের মত এই পুরস্কার জিতলেন কাইলি। এর আগে তিনি 'কাম ইনটু মাই ওয়ার্ল্ড'-এর জন্য ২০০৪ সালে প্রথমবারের মত সেরা ড্যান্স রেকর্ডিং এর পুরস্কার জিতেছিলেন।
সেরা গ্র্যামি পুরস্কার বিজয়ী
বছরের সেরা অ্যালবাম: টেইলর সুইফটের মিডনাইটস
বছরের সেরা রেকর্ড: মাইলি সাইরাসের ফ্লাওয়ার্স
বছরের সেরা গান: বিলি আইলিশের গান হোয়াট ওয়াজ আই মেইড ফর ?
সেরা নতুন শিল্পী: ভিক্টোরিয়া মনেট