কাজী সালাউদ্দিনের বাসায় পাপন, যে আলোচনা হলো তাদের
সম্প্রতি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন নাজমুল হাসান পাপন। আর আগে থেকেই বিসিবির সভাপতিও তিনি। তবে মন্ত্রী হওয়ার আগেও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যক্রম নিয়ে মন্তব্য করেছিলেন পাপন।
মাস দশেক আগে দেশের দুই বড় খেলার বোর্ডের প্রধানদের মধ্যে কথার তীর ছোঁড়াছুড়ি হয়েছিল। কাজী সালাউদ্দিনের বাসায় তার সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে কী সেই আগুনে পানি ঢেলে দিলেন কিনা পাপন, কৌতুহল ছিল সেটি নিয়েই।
দুজনের আলোচনা শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি সালাউদ্দিন। তবে নাজমুল হাসান পাপন উত্তর দিয়েছেন বেশ কিছু প্রশ্নের। কিছুদিন আগেই বাফুফে সভাপতির বাইপাস সার্জারি হয়েছে। সেটির খোঁজখবর নিতেই মূলত সালাউদ্দিনের বাসায় গেছিলেন পাপন।
তবে অন্যান্য বিষয়েও কথা হয়েছে বলে জানালেন যুব ও ক্রীড়ামন্ত্রী, 'ফুটবল ফেডারেশনের সঙ্গে আমি আগেই বসেছি। তখনই ওনাদের মূল ইস্যুগুলো শুনেছি। আজকে উনি (কাজী সালাউদ্দিন) কয়েকটি সমস্যার কথা বলেছেন। আমি বলেছি, ঠিক আছে আপনি একেবারে সুস্থ হয়ে আসেন। এর মধ্যে কিছু কাগজপত্র পাঠাতে বলেছি, আমি দেখব।'
সালাউদ্দিন যেসব সমস্যার কথা উল্লেখ করেছেন তা নিয়ে পাপন বলেন, 'একই জিনিস। একটা হচ্ছে, খেলার মাঠ নেই। বঙ্গবন্ধু স্টেডিয়াম লম্বা সময় ধরে বন্ধ হয়ে আছে, ওনাদের খেলার কোনো জায়গা নেই। এটা বড় সমস্যা। পরশু বঙ্গবন্ধু স্টেডিয়াম দেখতে যাচ্ছি আমি। কীভাবে তাড়াতাড়ি শেষ করা যায়, আপ্রাণ চেষ্টা করব। খেলার কোনো জায়গা বের করতে পারি কি না, দেখব।'
এই দেখা করার মাধ্যমে দুজনের মধ্যে থাকা বিবাদ মিটে গেল এমন প্রশ্নের জবাবে পাপন বলেন, 'এত বছরের সম্পর্ক এক দিনের কথায় তো আর শেষ হয়ে যায় না। ছোটবেলা থেকে মাঠে যেতামই ওনার খেলা দেখতে। এটা তো অস্বীকার করার পথ নেই। ওনার মতো কিংবদন্তি ফুটবলার বাংলাদেশে আর নেই। অনেক সময় অনেক কথায় উনি আহত হতে পারেন, আমিও পারি। সেটা ওখানেই শেষ।