হংকংয়ে না খেললেও জাপানে খেললেন মেসি, ইন্টার মায়ামির দুঃখপ্রকাশ
অনেক আশা নিয়ে মাঠে এসেছিলেন হংকংয়ের মেসিভক্তরা। প্রিয় তারকাকে একবার স্বচক্ষে খেলতে দেখার ইচ্ছা কারই বা না হয়! অথচ পুরো ৯০ মিনিটের ম্যাচে মেসিকে এক মিনিটের জন্যেও মাঠে নামানো হয় নি! আর এতে ক্ষুব্ধ হয়ে দর্শকরা মাঠেই টিকেটের টাকা ফেরত দাবি করেন।
হংকংয়ে না খেললেও দুদিন পর জাপানে ঠিকই মাঠে নেমেছেন মেসি। আর এতেই আরও ক্ষেপেছে হংকং সরকার। এই ঘটনার ব্যাখ্যাও তারা দাবি করেছে ইন্টার মায়ামি কর্তৃপক্ষের কাছে। এরপরই মেসিকে হংকংয়ে না খেলানোর বিষয়ে দুঃখপ্রকাশ করেছে ক্লাবটি।
আর্জেন্টাইন কিংবদন্তি চোটে ভুগছেন, যে কারণেই মূলত তাকে নামানো হয়নি মাঠে। তবে হংকং সরকারের সঙ্গে আয়োজকদের চুক্তি অনুযায়ী, অন্তত ৪৫ মিনিট খেলার কথা ছিল মেসির। সেখানে এক মিনিটের জন্যেও মাঠে দেখা যায় নি তাকে। ম্যাচ শেষেই এ নিয়ে ক্ষমা চেয়েছিলেন মায়ামি কোচ তাতা মার্তিনো। আগুনে ঘি ঢেলেছে জাপানে মেসির মাঠে নামা।
এবার ইন্টার মায়ামি কর্তৃপক্ষও আনুষ্ঠানিকভাবে দুঃখপ্রকাশ করেছে হংকংয়ের সরকার ও ভক্তদের কাছে। এক বিবৃতিতে ক্লাবটি বলেছে, 'আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি মেসি ও সুয়ারেজকে খেলানোর জন্য। তবে আমরা সেটি করতে পারিনি, এবং আমরা বুঝতে পারছি হংকংয়ে আমাদের ভক্ত এবং আয়োজকদের অসন্তুষ্টির জায়গা কোথায়। কিন্তু আমরা এটিও বলতে চাই, চোট খুবই দুর্ভাগ্যজনক একটি বিষয় এবং আমাদের খেলোয়াড়দের সুস্থতাই আমাদের কাছে সবার আগে।'
এদিকে মেসি না খেলা আয়োজকদের থেকে টাকা কেটে রাখার হুমকি দিয়েছে হংকং সরকার। এটিকে দুঃখজনক বলেও আখ্যা দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। ইন্টার মায়ামির ক্ষমা চাওয়ার মধ্য দিয়ে বিতর্কের আগুন নেভে কিনা, সেটিই এখন দেখার বিষয়।