ইমরান খানকে মুক্তি দেওয়ার আহ্বান জানালেন পিঙ্ক ফ্লয়েডের রজার ওয়াটার্স
বিখ্যাত গায়ক ও পিঙ্ক ফ্লয়েডের অন্যতম প্রতিষ্ঠাতা- রজার ওয়াটার্স পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে কারাগার থেকে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন।
রজার ওয়াটার্স মানবাধিকারের পক্ষে বিভিন্ন সময় সোচ্চার বক্তব্য দেন। আজ মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন তিনি। সেখানে মিথ্যা অভিযোগে ইমরান খানের কারাদণ্ডের সমালোচনা করেন।
পোস্টে তিনি বলেন, "পাকিস্তানের সামরিক শাসকবর্গ এবং ওয়াশিংটনে থাকা তাঁদের প্রভূদের উদ্দেশ্যে আমার এই বার্তা। আমি একজন ইংরেজ সঙ্গীতজ্ঞ এবং ন্যায্য খেলার নিবেদিতপ্রাণ সমর্থক। পাকিস্তানে আপনারা যা খেলছেন সেটা ক্রিকেট নয়।"
"অন্যায় কারাদণ্ড থেকে ইমরান খানকে অবিলম্বে মুক্তি দিতে হবে, যাতে তিনি নতুন করে অনুষ্ঠিত একটি স্বচ্ছ ও অবাধ নির্বাচনে নিজের দল পিটিআইয়ের নেতৃত্ব দিতে পারেন। যাতে পাকিস্তানের সর্বস্তরের জনগণের প্রতিনিধিত্বকারী একটি গণতান্ত্রিক সরকার গঠিত হতে পারে, যা কেবল দেশি-বিদেশি অলিগার্কদের স্বার্থ রক্ষা করবে না" -যোগ করেন তিনি।
ইমরান খান ও তাঁর সমর্থকদের ছবিসহ একটি ভিডিও পোস্ট করেন পিঙ্ক ফ্লয়েডের এই বেজিস্ট। সেখানেই জানান এ আহ্বান।
রাজনৈতিক অস্থিতিশীলতার মধ্যে দিয়েই গত সপ্তাহে পাকিস্তানে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের আগে থেকে ভোটের দিন পর্যন্ত ব্যাপক অনিয়মের অভিযোগ রয়েছে এবারের নির্বাচন প্রক্রিয়া নিয়ে। ভোটের ফল বদলে বিপুল সংখ্যক আসনে পিটিআই সমর্থিত প্রার্থীদের হারানোর অভিযোগ উঠেছে। দলটিকে অন্যায্যভাবে পরাজিত করার এই অপচেষ্টা আন্তর্জাতিক গণমাধ্যমেও তীব্র সমালোচনার মুখে পড়েছে।
নিরপক্ষে বিশ্লেষকরাও পিটিআইয়ের দাবি সত্য বলে মনে করেন। পাকিস্তান তেহরিক -ই- ইনসাফ দুই-তৃতীয়াংশ আসনে জয়ের দাবি করেছে, যেখানে ভোটের ফলাফলে তাঁদের মাত্র ৯৩ জন প্রার্থীকে বিজয়ী ঘোষণা করেছে পাকিস্তান নির্বাচন কমিশন (পিইসি)। তবে কারচুপির পরেও স্বতন্ত্রভাবে নির্বাচন করে সর্বোচ্চ সংখ্যক আসন পেয়েছেন তাঁরা ।