‘আমাদের প্রতিষ্ঠান জবরদখল হয়েছে’: ড. মুহাম্মদ ইউনূসের অভিযোগ
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/big_3/public/images/2024/02/15/dr._yunus.jpg)
শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস অভিযোগ করেছেন, গ্রামীণ ব্যাংক তাঁদের আটটি প্রতিষ্ঠান জবরদখল করেছে এবং প্রতিষ্ঠানগুলো নিজেদের ইচ্ছেমতো চালাচ্ছে।
আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মিরপুরে গ্রামীণ টেলিকম ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ড. ইউনূস জানিয়েছেন, পুলিশের কাছে এ বিষয়ে সমাধান চাইলেও তাদেরকে কোন সাহায্য করা হয়নি।
তিনি আরো জানিয়েছেন, ১২ ফেব্রুয়ারি গ্রামীণ টেলিকম ভবনে অবস্থিত আটটি অফিস গ্রামীণ ব্যাংক দখল করে নিয়েছে।
ড. ইউনূস বলেন, "ওই দিন থেকে তারা ভবনে তালা মেরে রেখেছে। নিজের বাড়িতে অন্য কেউ যদি তালা মারে, তখন কেমন লাগার কথা আপনারাই বলেন। তাহলে দেশে আইন–আদালত আছে কীসের জন্য। তারা আদালতে যেতে চায় না। আমরা জীবনে বহু দুর্যোগ দেখেছি। এমন দুর্যোগ আর কখনো দেখিনি।"
মিরপুর-১ এর গ্রামীণ টেলিকম ভবনে মোট ১৬টি প্রতিষ্ঠান রয়েছে যার চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনুস।
ড. ইউনূস প্রশ্ন তুলেছেন, কীভাবে দেশ এই রকম ভাবে পরিচালিত হচ্ছে।
তিনি বলেন, "আমাদের ওপর হামলা করা হচ্ছে।"
এ ব্যাপারে সংশ্লিষ্ট আদালতের দ্বারস্থ হওয়ার কথা জনাইয়েছেন তিনি।
এক প্রশ্নের জবাবে ইউনূস বলেন, গ্রামীণ ব্যাংকের টাকা দিয়ে নয় বরং ব্যবসায়িক মুনাফা দিয়ে প্রতিষ্ঠানগুলো গড়ে উঠেছে।
তিনি বলেন, প্রতিষ্ঠানগুলো আইন অনুযায়ী পরিচালিত হচ্ছিল।