মাথায় বলের আঘাতে হাসপাতালে মুস্তাফিজ
নেটে বোলিং করার সময় মাথায় বলের আঘাত পেয়েছেন মুস্তাফিজুর রহমান। রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। আজ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অনুশীলনের সময় ঘটনাটি ঘটে।
নেটে লিটন কুমার দাসকে বোলিং করছিলেন মুস্তাফিজ। ডেলিভারির পর নিজের বোলিং মার্কে ফেরার সময় কারও ডাক শুনে ঘুরে তাকান তিনি। তখনই একটি বল এসে আঘাত করে তার মাথার বাম পাশের পেছন দিকে।
তাৎক্ষণিকভাবে মুস্তাফিজকে চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালে ভর্তি করানো হয়। হাসপাতালে নেওয়ার সময় স্বাভাবিকভাবেই কথাবার্তা বলছিলেন তিনি।
বলের আঘাতে মাথার কিছুটা অংশ কেটে গিয়েছে মুস্তাফিজের। যে কারণে রক্ত পড়তে দেখা যায় আঘাত পাওয়া স্থান থেকে। এই মুহূর্তে তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। সিটি স্ক্যান করানোর পর বোঝা যাবে এই বাঁহাতি পেসারের চোট কতোটা গুরুতর।